সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মসমর্পণ করলেন আরও এক মাওবাদী শীর্ষনেতা বারসে দেব। শুধু তিনিই নয়, শনিবার সিপিআই (মাওবাদী)-এর তেলঙ্গানা রাজ্য কমিটির কয়েক জন কমান্ডার এবং ক্যাডারও আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। যা থেকে মনে করা হচ্ছে, তেলঙ্গানায় মাওবাদীদের কফিনে শেষ পেরেক পোঁতা হল।
বারসে গেরিলাবাহিনীর কমান্ডার ছিলেন। ছত্তিশগড়ের সুকমা জেলার পুভার্থি গ্রামের বাসিন্দা এই নেতা সদ্যনিহত মাধবী হিডমার সমসাময়িক। দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য বারসের মাথার দাম ছিল ৭৫ লাখ টাকা। এ ছাড়াও আত্মসমর্পণ করেছেন মাওবাদী নেতা কঙ্কনালা রাজি রেড্ডি ওরফে বেঙ্কটেশ। আত্মসমর্পণ করেছেন আরও ১৮ জন ক্যাডার, যাঁরা দীর্ঘ দিন ধরেই 'আন্ডারগ্রাউন্ড' ছিলেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৮টি আগ্নেয়াস্ত্র এবং ২২০০টি কার্তুজ, দু'টি এলএমজি এবং অত্যাধুনিক অস্ত্র। তার মধ্যে রয়েছে মার্কিনি কোল্ট এবং ইজরায়েলি টেভর। তেলঙ্গানার ডিজিপি শিবাধর রেড্ডি বলেন, "ওঁরা সাধারণত পুলিশ বা নিরাপত্তাবাহিনীর অস্ত্র ছিনিয়ে এনে ওঁদের ভান্ডারে মজুত করে। কিন্তু টেভর কোথা থেকে পেল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।"
পুলিশ সূত্রে খবর, বারসে ভীষণই কৌশলী ছিলেন। বিভিন্ন জায়গায় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর উপর হামলায় তাঁর নাম উঠে এসেছিল। ২০১৩ সালে ছত্তিশগড়ে ঝিরাম ঘাতি হামলার ঘটনাতেও নাম জড়িয়েছিল। তাই তাঁর আত্মসমর্পণে মাওবাদীদের কোমর ভেঙে যাবে বলেই মনে করছেন পুলিশকর্তারা। শিবধারা বলেন, "মাওবাদীদের সবচেয়ে ভয়ানক গোষ্ঠীর এখনও ছন্নছাড়া অবস্থা। আগে তাতে সদস্য সংখ্যা অন্তত ৪০০ ছিল। এখন তা কমে ৬০-এ দাঁড়িয়েছে। অতএব, শেষের শুরু।"
