সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় এক মহিলার সঙ্গে অভব্য আচরণ। তার জেরে আট জন পরিযায়ী শ্রমিককে নগ্ন করে ঘোরানো হল। ওই আট জন পরিযায়ী শ্রমিক বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ওড়িশা জেলার সুন্দরগড় এলাকায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের এই 'শাস্তি' দেয়। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশা জেলার সুন্দরগড়ে ওই আট পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে গিয়েছিলেন। সেখানে এক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। তাঁরা এক মহিলার বাড়িতে ঢুকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। সেই কথা জানাজানি হয়ে যায়। এরপরেই স্থানীয়রা ওই আট শ্রমিকের উপর চড়াও হয়। তাঁদের মারধর করার হয়। হাত বেঁধে নগ্ন করে এক কিলোমিটার রাস্তা হাঁটানো হয় বলে অভিযোগ।
ঘটনার কথা জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ওই আট পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়। দুটি ঘটনাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। রাউরকেল্লার ডিআইজি ব্রিজেশ রাই জানিয়েছেন, মহিলার অভব্য আচরণে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি আটজনকে হেনস্তা করার ঘটনাতেও অভিযোগ গৃহীত হয়েছে। দুই ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা ওই আটজনকে মারধর করে বেঁধে রাস্তায় হাঁটিয়েছিল। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।