shono
Advertisement
Kiren Rijiju

'রাজ্যসভার যোগ্য নন', বিতর্কিত মন্তব্যে রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব সাগরিকার

কার্যবিবরণী থেকে রিজিজুর ব্যবহৃত শব্দ বাদ দেওয়ার দাবিও তুলেছেন সাগরিকা।
Published By: Sayani SenPosted: 09:36 PM Dec 12, 2024Updated: 09:45 PM Dec 12, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: "আপনারা রাজ্যসভার যোগ্য নন", বিরোধীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তার তীব্র বিরোধিতায় সরব তৃণমূল। বৃহস্পতিবার রিজিজুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। এই প্রস্তাবে স্বাক্ষর করেন ৬০ জন বিরোধী সাংসদও।

Advertisement

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওইদিন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। তাতে স্বাক্ষর করেন বিরোধী সাংসদরা। সেই সময় বিরোধীরা ধনকড়ের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন। পালটা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ান কিরেণ রিজিজু। তিনি বলেন, "আপনারা কেউ সংসদে থাকার যোগ্য নন। আপনারা যদি নিজেদের চেয়ারকে সম্মান জানাতে না পারেন, তাহলে আপনাদের সংসদের সদস্য হওয়ার অধিকার নেই।"

ওই মন্তব্যের প্রতিবাদে সরব হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। X হ্যান্ডেলে রিজিজুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। লেখেন, "গত ১১ ডিসেম্বর রিজিজু বিরোধীদের অপমান করেছেন। তাঁর ভাষা ক্ষমারও অযোগ্য। তিনি সংসদের বাইরে এবং ভিতরে সর্বত্র ব্যক্তিগত মন্তব্য করেছেন। তাই বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে।" কার্যবিবরণী থেকে রিজিজুর ব্যবহৃত শব্দ বাদ দেওয়ার দাবিও তুলেছেন সাগরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "আপনারা রাজ্যসভার যোগ্য নন", বিরোধীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তার তীব্র বিরোধিতায় সরব তৃণমূল।
  • বৃহস্পতিবার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পেশ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ।
  • কার্যবিবরণী থেকে রিজিজুর ব্যবহৃত শব্দ বাদ দেওয়ার দাবিও তুলেছেন সাগরিকা।
Advertisement