সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে মাদকের 'ভিমরুলের চাক' ভাঙতে এবার যোগীনীতি পাঞ্জাব সরকারের। গুঁড়িয়ে দেওয়া হল মাদক পাচারে অভিযুক্ত একের পর এক কিংপিং-এর বাড়ি। এদিন পাটিয়ালায় রিঙ্কি নামে এক মহিলা মাদক পাচারকারীর বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যে অবৈধ মাদকের কারবার পুরোপুরি নির্মূল করতে শুক্রবার রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখানেই মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর রণকৌশল ঠিক করা হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়েছে পাঞ্জাব পুলিশ। গত সোমবার মাদক পাচারের অন্যতম চাঁই সোনু ও রাহুল হংস নামে দুই অপরাধীর বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। মাদক পাচারের অভিযোগে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এরপর পাটিয়ালার রোরি কুট মহল্লার লক্কড়মন্ডিতে মহিলা পাচারকারী রিঙ্কির বাড়িতে বুলডোজার চালাল পুলিশ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অভিযুক্তের দোতলা বাড়ি। জানা গিয়েছে, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই রিঙ্কির বিরুদ্ধে ১০টির বেশি এফআইআর দায়ের করা হয়। বহুবার তাঁকে গ্রেপ্তারের চেষ্টা হলেও পুলিশের জাল ছিড়ে পালায় অভিযুক্ত। পুলিশের দাবি, মাদক বিক্রির টাকায় ওই বাড়ি তৈরি হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাব রাজ্যে চোরাপথে মাদকের কারবার দীর্ঘদিন ধরে প্রশাসনের মাথাব্যাথার অন্যতম বড় কারণ। গোটা দেশে আন্তর্জাতিক মাদকের জাল ছড়াতে এই করিডোরকে বেছে নেয় পাচারকারীরা। সরকার আসে সরকার যায়, তবে পাঞ্জাবে মাদকের বিরাট চক্রে রাশ টানার চেষ্টা হলেও তা খুব বিশেষ কার্যকর হয়নি। পাঞ্জাবের এই মাদক চক্র নিয়ে তৈরি হয়েছে জনপ্রিয় সিনেমা 'উড়তা পাঞ্জাব'। এহেন পাঞ্জাব থেকে মাদককে ধুয়ে মুছে সাফ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতি নিল পাঞ্জাবের ভগবন্ত মানের সরকার।
প্রসঙ্গত, রাজ্য থেকে অপরাধ নির্মূল করতে অপরাধীদের বিরুদ্ধে এনকাউন্টারের পাশাপাশি বুলডোজার অ্যাকশন প্রথম শুরু করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একের পর এক অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজারে। এমনকী কেউ সরকারের কোপে পড়লে তাঁর বাড়িতেও চলত বুলডোজার। যোগীর এই নীতি ব্যাপকভাবে সমালোচিত হয় শীর্ষ আদালতে। পরে যোগীর এই নীতি আপন করে নেয়, মধ্যপ্রদেশ, অসম-সহ বহু বিজেপি শাসিত রাজ্য। তবে অবিজেপি রাজ্য হিসেবে এবার যোগী নীতিকে আপন করে নিল পাঞ্জাবের আপ সরকার।
