shono
Advertisement
Bihar

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে জিন্নার সমর্থনে স্লোগান! প্রকাশ্যে ভিডিও, বিহারে গ্রেপ্তার স্কুলশিক্ষক

অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান।
Published By: Kishore GhoshPosted: 05:39 PM Jan 27, 2026Updated: 07:44 PM Jan 27, 2026

বিহারের (Bihar) একটি স্কুলে চাঞ্চল্যকর কাণ্ড। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন মহম্মদ আলি জিন্নার নামে স্লোগান তোলার অভিযোগ উঠল ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

এই ঘটনা সুপুল শহরের কিশানপুর থানা এলাকার একটি স্কুলের। সোমবার গোটা দেশ ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালন করেছে। কিশানপুরের স্কুলেও সাধারণতন্ত্র দিবস পালিত হয়। অভিযোগ, সেই সময় স্কুলেরই এক শিক্ষক জিন্নার সমর্থনে স্লোগান দেন। স্কুলের অন্য শিক্ষকদের নজরে আসে বিষয়টি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিংয়ের নামে স্লোগান দেওয়া হচ্ছে। ওই সময়েই জিন্নার নামেও স্লোগান তুলতে শোনা যায় এক শিক্ষককে!

অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। এর পরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে সুপুলের পুলিশ সুপার আরএস শরৎ, “এক শিক্ষক আপত্তিকর স্লোগান তুলেছিলেন। এই বিষয়ে কিশানপুর থানায় অভিযোগ দায়ের হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement