সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের সঙ্গে আশ্চর্য যোগ ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের (Gurmeet Ram Rahim Singh)! গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নির্বাচনের (Punjab Election) সময় প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এবার হিমাচল বিধানসভা ভোটের (Himachal Assembly Election) আগে ৪০ দিনের জন্য তাঁকে জেলমুক্ত করেছে হরিয়ানার বিজেপি (BJP) সরকার। ইতিমধ্যে অনলাইনে সৎসঙ্গ শুরু করেছেন বিতর্কিত ধর্মগুরু। অভিযোগ, সেখানে সাজাপ্রাপ্ত রাম রহিমের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে হরিয়ানার একাধিক বিজেপি সাংসদ ও নেতাদের।
পাঞ্জাব নির্বাচনের আগে ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল গুরমিতকে। ঘটনায় রাজনীতির অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, হরিয়ানার সিরসায় রয়েছে ডেরা সচ্চা সৌদার মূল আশ্রম। যদিও পাঞ্জাব ও হরিয়ানার পাশাপাশি হিমাচল প্রদেশেও রয়েছে রাম রহিমের ভক্তবৃন্দ। রাজনৈতিক মহলের বক্তব্য, ভক্তেরা গুরুর নির্দেশে ভোট দেন। ফলে হিমাচল ভোটের আগেভাগে ডেরা সচ্চা সৌদা প্রধানকে মুক্তি দেওয়া জরুরি ছিল। তবে সাজাপ্রাপ্ত রাম রহিমের সৎসঙ্গে বিজেপি নেতাদের উপস্থিতি বিতর্ক বাড়িয়েছে।
[আরও পড়ুন: চেয়ারে বসেই হঠাৎ মৃত্যু জিম প্রশিক্ষকের! ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেন]
সম্প্রতি রাম রহিমের সৎসঙ্গের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সংবাদমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, সাজাপ্রাপ্ত ধর্মগুরুর আশীর্বাদ নিচ্ছেন বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া, করনাল পুরসভার মেয়র রেণুবালা গুপ্ত এবং ডেপুটি মেয়র নবীন কুমার। এর পর রাম রহিম ও নির্বাচনী রাজনীতির যোগ স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও হরিয়ানার বিজেপি সরকারের দাবি, রাম রহিমের মুক্তির সঙ্গে ভোটের সম্পর্ক নেই। সরকারের যুক্তি, আইন মোতাবেক জেলে তিন বছর কাটানোর পর বন্দির আবেদনের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। যদিও সেকথা মানতে নারাজ বিরোধীরা। রাম রহিমের সৎসঙ্গে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তাঁর টুইট, “এরপর কি জাতীয় ধর্ষক দিবসের ছুটি ঘোষণা করবে বিজেপি?”
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: সুপ্রিম কোর্টে ধাক্কা মানিকের, আপাতত ইডির হেফাজতেই তৃণমূল বিধায়ক]
প্রসঙ্গত, এর আগে চার বার জেল থেকে বেরনোর অনুমতি পেয়েছেন গুরমিত। তবে প্যারোলে (Parole) মুক্তি এই দ্বিতীয় বার। গত ফেব্রুয়ারিতে ‘সামাজিক সম্পর্ক’-এর দোহাই দিয়ে জেল থেকে ছাড়া হয়েছিল তাঁকে। উল্লেখ্য, দু’টি ধর্ষণের ঘটনার অপরাধে কারাবাসের সাজা পেয়েছেন গুরমিত রাম রহিম। এছাড়াও তাঁর ম্যানেজারকে খুনের দায়েও সাজা পেয়েছেন তিনি। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।