shono
Advertisement
Dinesh Sharma

বঙ্কিমচন্দ্র, মাস্টারদার পর সংসদে মাতঙ্গিনীর নামবিভ্রাট! বিজেপি সাংসদকে তুলোধোনা তৃণমূলের

মাতঙ্গিনী হাজরাকে 'মাতা গিনি হাজরা' বললেন বিজেপি সাংসদ দীনেশ শর্মা!
Published By: Sucheta SenguptaPosted: 05:27 PM Dec 11, 2025Updated: 06:42 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে 'মাস্টার', বন্দে মাতরমকে 'বন্দে ভারত' - সংসদে বিজেপির জনপ্রতিনিধিদের মুখ ফসকে বলে ফেলা ভুলের তালিকা বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার বীরাঙ্গনা মাতঙ্গিনীর নাম। বিজেপি সাংসদের মুখে তা হয়ে গেল - মাতা গিনি হাজরা! বৃহস্পতিবার এনিয়ে ফের লোকসভায় তুমুল শোরগোল। বিজেপিকে ফের 'বাংলা বিরোধী বহিরাগত' বলে সোশাল মিডিয়ায় তুলোধোনা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

Advertisement

'বন্দে মাতরম' গান সৃষ্টির ১৫০ বছর উপলক্ষে সংসদের শীতকালীন অধিবেশনে বিশেষ আলোচনা চলছে। আলোচনার সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েকে 'বঙ্কিমদা' বলে বিস্তর সমালোচনার মুখে পড়েছেন। বাংলা ও বাঙালি বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে একাধিক ভুল নাম বলে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়েছেন বিজেপির সাংসদ, মন্ত্রীরা। এবার সেই তালিকা আরও দীর্ঘায়িত হল। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে গেরুয়া শিবিরের সাংসদ দীনেশ শর্মা (Dinesh Sharma) উচ্চারণ করলেন 'মাতা গিনি হাজরা'র নাম! তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নামের এমন বিশ্রী বিভ্রাট স্বভাবতই বাঙালি আবেগে ধাক্কা। আর তা নিয়েই ফের বিজেপির নিন্দায় মুখর তৃণমূল।

এক্স হ্যান্ডলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমালোচনা, 'বিজেপি সাংসদ দীনেশ শর্মা সংসদে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার নাম একেবারে কচুকাটা করে ফেলেছেন। লজ্জার বিষয়! বাংলার সঙ্গে যে তাঁদের যোগাযোগহীনতার বহর আরও বাড়ছে, এটাই তার প্রমাণ। বাংলা বিরোধী বহিরাগতরা যখন অভিনয় করতে যান, তখন এরকমই হয়। দীনেশ শর্মা একসময় উত্তরপ্রদেশ সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু তাঁর রাজনৈতিক জ্ঞান মোটেই তেমন নয়। বহিরাগতরা বাংলার একজন শহিদের নামও ঠিক করে জানেন না! উচ্চারণ করতে পারেন না! বাংলার বীর কন্যার কথা বলতে গিয়ে এত উদাসীনতা!'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্কিমচন্দ্র, সূর্য সেনের পর এবার সংসদে মাতঙ্গিনীর নাম বিভ্রাট!
  • বাংলার বীরাঙ্গনাকে 'মাতা গিনি হাজরা' বলে সম্বোধন বিজেপি সাংসদ দীনেশ শর্মার।
  • 'বাংলা বিরোধী বহিরাগত' বলে এক্স হ্যান্ডলে তুমুল সমালোচনা তৃণমূলের।
Advertisement