সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চ শিক্ষার আলাদা আলাদা বিভাগকে এবার এক ছাতার তলায় আনতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে মন্ত্রিসভায় পাশ হয়ে গেল 'বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল'। সংসদের শীতকালীন অধিবেশনেই বিলটি পেশ হতে পারে সংসদে। অধিবেশনের শেষদিন হায়ার এডুকেশন কমিশন অব ইন্ডিয়া ২০২৫ (এইচইসিআই) বিলটি পেশ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।
মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে জটিলতা কাটাতে আলাদা আলাদা সংস্থার ঝঞ্ঝাট কমিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে একলপ্তে একটিই সংস্থা তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই আইন ইউজিসি, এআইসিটিই ও এনসিটিই-র মতো সংস্থাগুলিকে অবলুপ্ত করে দিয়ে, উচ্চশিক্ষাকে একটিই সংস্থার নিয়ন্ত্রণাধীন করতে চায়। এত দিন ইউজিসি সাধারণ উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রণ করত। এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের হাতে ছিল কারিগরি ও ম্যানেজমেন্ট শিক্ষা। এনসিটিই অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনে নজর রাখতেন শিক্ষক শিক্ষণ। এই সমস্তই চলে যাবে প্রস্তাবিত জাতীয় উচ্চশিক্ষা কমিশনের তত্ত্বাবধানে। কেবল মেডিক্যাল এবং আইন থাকবে কমিশনের আওতার বাইরে।
কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত পুরোটাই জাতীয় শিক্ষানীতি অনুযায়ী। জানা যাচ্ছে, নতুন যে শিক্ষা বোর্ড তৈরি হবে, সেটিই ইউজিসির মতো উচ্চশিক্ষা সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণ করবে। কোন সংস্থাকে স্বীকৃতি দেওয়া হবে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, শিক্ষক নিয়োগ সবটাই নিয়ন্ত্রণ করবে ওই একত্রিত বোর্ড। এখানেই শেষ নয়, আগামী দিনে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকেও একই বোর্ডের অধীনে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
