shono
Advertisement
Rahul Gandhi

জুতো পায়েই ইন্দিরাকে শ্রদ্ধা, বিতর্কে রাহুল গান্ধী, 'সংস্কার' নিয়ে খোঁচা বিজেপির

রাহুল মধ্যপ্রদেশে গিয়েছেন কংগ্রেসের সংগঠন সৃজন অভিযানে।
Published By: Subhajit MandalPosted: 06:19 PM Jun 03, 2025Updated: 07:08 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে রাহুল গান্ধী। এবার জুতো পরেই ঠাকুমা ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানানোর অভিযোগ। বিরোধী দলনেতার পারিবারিক 'সংস্কার' নিয়ে প্রশ্ন তুলে দিল বিজেপি।

Advertisement

মঙ্গলবার একদিনের মধ্যেপ্রদেশ সফরে গিয়েছেন বিরোধী দলনেতা। ভোপালে গিয়েই ঠাকুমা ইন্দিরা গান্ধীর ছবিতে শ্রদ্ধা জানাতে যান। মালা হাতে রাহুল যখন ঠাকুমাকে শ্রদ্ধা জানালেন তখনও তাঁর পায়ে জুতো যথারীতি বিদ্যমান ছিল। তাতেই যাবতীয় বিতর্ক। বিজেপির দাবি, নিজের ঠাকুমাকেও ঠিকমতো শ্রদ্ধা জানাতে পারেন না রাহুল। এভাবে জুতো পরে কাউকে সম্মান জানানো মানে তাঁকে অপমান করা। এটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রাহুলকে বিঁধে বলেছেন, "উনি বিরোধী দলনেতা। যে কোনও সময় যে কোনও রাজ্যে যেতেই পারেন। কিন্তু এভাবে জুতো পায়ে দিয়ে ঠাকুমাকে শ্রদ্ধা জানানো? এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। ওঁর আরও যত্নবান হওয়া উচিত ছিল।" কংগ্রেস অবশ্য বিজেপির এই দাবিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বরং হাত শিবির নিজেদের নতুন প্রচার অভিযানকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

রাহুল মধ্যপ্রদেশে গিয়েছেন কংগ্রেসের সংগঠন সৃজন অভিযানে। আসলে দীর্ঘদিন ধরে মধ্যপ্রদেশে কংগ্রেসের সংগঠনের বেহাল দশা। মাঝে ২০১৮-২০-র মধ্যে বছর দেড়েক বাদ দিলে দীর্ঘদিন সেরাজ্যে ক্ষমতায় নেই হাত শিবির। তাই সংগঠনকে তৃণমূল স্তর থেকে গড়ে তুলতে কাজ শুরু করেছে হাত শিবির। সেই কর্মসূচির সূচনাতেই সেরাজ্যে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। তবে তাঁর সফর শুরু থেকেই বিতর্কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার জুতো পরেই ঠাকুমা ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানানোর অভিযোগ।
  • বিরোধী দলনেতার পারিবারিক 'সংস্কার' নিয়ে প্রশ্ন তুলে দিল বিজেপি।
  • রাহুল মধ্যপ্রদেশে গিয়েছেন কংগ্রেসের সংগঠন সৃজন অভিযানে।
Advertisement