সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী দিল্লিতে রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কার্যত নর্দমায় পরিণত হওয়া দূষিত যমুনা। হিন্দুধর্মে পবিত্র এই নদীর বেহাল অবস্থার জন্য আম আদমি পার্টির সরকারকে নিশানায় নিয়ে সরব হয়েছে বিজেপি। এহেন যমুনা রাজনীতিতে এবার নয়া মাত্রা যোগ করলেন নয়াদিল্লির বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধানের কাটআউট 'পচা' যমুনায় স্নান করালেন তিনি।
নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে শনিবার সকালে এক নৌকা নিয়ে যমুনা নদীতে হাজির হন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিল অরবিন্দ কেজরিওয়ালের এক বিরাট কাটআউট। যেখানে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কাটআউটের উপরে রয়েছে একটি বার্তা। যেখানে লেখা, 'আমি ব্যর্থ হয়েছি। আমাকে ভোট দেবেন না। ২০২৫ সালের মধ্যে আমি পবিত্র যমুনাকে পরিস্কার করতে পারিনি।' মাঝযমুনায় বিজেপি প্রার্থী প্রবেশ সেই কাটআউট বারবার যমুনায় ডোবান। এহেন কান্ড দেখে ভিড় জমে নদীর পাড়ে।
কেজরিকে প্রতীকী যমুনাস্নান করিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবেশ বলেন, "আমরা মা যমুনার জল আবার দূষণমুক্ত করতে পারি। এটা কোনও রকেট সায়েন্স নয়। শুধুমাত্র মেশিনের সাহায্যে যমুনার পলি পরিস্কার করতে হবে। এছাড়া 'স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট' ও 'ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট' চালু করা উচিত। ঠিক যেভাবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবরমতি রিভারফ্রন্ট তৈরি করেছেন, সেভাবে যমুনা রিভারফ্রন্ট তৈরি করা সম্ভব। ১১ বছর সময়টা অনেক। চাইলে ওরা করতে পারত।"
উল্লেখ্য, যমুনায় ভয়াবহ দূষণ রাজধানীর প্রধান সমস্যাগুলির মধ্যে অন্যতম। বিধানসভা ভোটের প্রাক্কালে আপের বিরুদ্ধে আক্রমণ শানাতে বিজেপির প্রধান অস্ত্র হয়ে উঠেছে এই যমুনা। কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২৫ সালের মধ্যে যমুনাকে দূষণমুক্ত করবেন তিনি। তবে বাস্তবে তাঁর ছিটেফোঁটাও হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অতীত প্রতিশ্রুতি স্মরণ করিয়েই এবার তাঁকে যমুনাস্নান করাল বিজেপি।