shono
Advertisement

হিন্দু রাষ্ট্রে দুইয়ের বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না! হুঁশিয়ারি বিজেপি নেতার

ভারতের রাজধানী থাকবে না দিল্লি, দাবি বিজেপি নেতার।
Posted: 02:43 PM Apr 01, 2023Updated: 02:43 PM Apr 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁদের দুই সন্তান ভোটাধিকার থাকবে শুধু তাঁদেরই। রামনবমীর মিছিল থেকে উসকানিমূলক মন্তব্য সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের। এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে হায়দরাবাদে। অভিযোগ, আফজলগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার রামনবমীর মিছিল থেকে উসকানিমূলক মন্তব্য করেছেন টি রাজা সিং।

Advertisement

পুলিশ সূত্রে খবর, হাতিতে চেপে শুক্রবার রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক। রাত ন’টা নাগাদ এসএ বাজার এলাকায় পৌঁছয় তাঁর সেই মিছিল। সেখানে হিন্দিতে ভাষণ দেন টি রাজা সিং। সংখ্যালঘুদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য় করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী পুরো ভাষণটি রেকর্ড করেন। সেই রেকর্ডিং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে অভিযোগ দায়েরের দাবি জানান। সেই প্রেক্ষিতেই এফআইআর হয়েছে। ঠিক কী বলেছেন টি রাজা সিং?

[আরও পড়ুন: এবার জন্ম তারিখ নিয়ে বিতর্কে শতরূপ ঘোষ, শুভেচ্ছা কুড়োতে ব্যবহার করেন লেনিনের জন্মদিন!]

পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা বলেছেন, “ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়ে যায় তাহলে একমাত্র ‘আমরা দুই, আমাদের দুই (সন্তান)’ নীতিতে বিশ্বাসী তাঁদেরই ভোটাধিকার থাকবে।” তাঁর আরও সংযোজন, “যারা মনে করেন আমরা পাঁচ আর আমাদের ৫০ সন্তান হবে, তাঁরা ভোট দিতে পারবেন না।” রাজা সিং আরও জানিয়েছেন, “হিন্দু রাষ্ট্র কেমন হবে, তার ব্লুপ্রিন্ট তৈরির কাজ শুরু করে দিয়েছেন আমাদের ধর্মগুরুরা। হিন্দুরাষ্ট্রের রাজধানী দিল্লি হবে না। রাজধানী হবে কাশী, মথুরা কিংবা অযোধ্যা।” তিনি আরও জানিয়েছেন, ভারত হিন্দুরাষ্ট্র হলে কৃষকদের কোনও কর দিতে হবে। এ দেশে নিষিদ্ধ হবে গোহত্যাও। উল্লেখ্য, এর আগে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে মুম্বইতেও টি রাজা সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

[আরও পড়ুন: রুবি পর্যন্ত মেট্রোরুটে নতুন ভাড়া ঘোষণা, একনজরে দেখে নিন ভাড়ার তালিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement