সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিমা সেক্টরে বিরাট পরিবর্তন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন মিলল ১০০ শতাংশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তথা FDI-এর। অর্থাৎ দেশের বিমা সংস্থাগুলিতে এবার ১০০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। আরও বেশি পুঁজি আনা, প্রতিযোগিতার বৃদ্ধি এবং গ্রাহক পরিষেবাকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
আগামী সপ্তাহে, ১৯ ডিসেম্বর সংসদে পেশ হতে পারে এই সংক্রান্ত বিল। লোকসভার এক বুলেটিন সূত্রে এমনটাই জানা গিয়েছে। এতদিন পর্যন্ত এফডিআইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা ছিল ৭৪ শতাংশ। এবার একলাফে তা ২৬ শতাংশ বাড়ানো হচ্ছে। এমন ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবছর পূর্ণাঙ্গ বাজেট ঘোষণার সময়ই তাঁর মুখে শোনা গিয়েছিল এই প্রসঙ্গ। যদিও বিরোধীরা এই ধরনের পদক্ষেপের সমালোচনাও করেছিলেন তখনই। এমনও প্রশ্ন উঠেছিল, যেখানে স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি লাগু করা হয়েছে, সেখানে কেন ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথে হাঁটা হবে। যদিও এবার সেই প্রস্তাবই মান্যতা পেল মন্ত্রিসভায়। ফলে সংসদে পেশ হবে বিলটি।
বিমা ক্ষেত্র এদেশের অন্যতম বর্ধিষ্ণু সেক্টর। অর্থমন্ত্রক তাই বিমা ক্ষেত্রের আধুনিকীকরণের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। যার মধ্যে ১০০ শতাংশ এফডিআই ছাড়াও সরকার এলআইসি বোর্ডকে আরও বেশি পরিচালনার ক্ষমতা দেওয়ারও পরিকল্পনা করছে। বিশেষ করে নতুন শাখা খোলা এবং কর্মী নিয়োগের মতো বিষয়গুলিতে। তাছাড়া ১৯৩৮ সালের বিমা আইন এবং ১৯৯৯ সালের আইআরডিএআই আইনে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এরই পাশাপাশি একটি সমন্বিত লাইসেন্স ব্যবস্থা তৈরি করাও লক্ষ্য, যাতে বিমা সংস্থাগুলি একই ছাদের নিচে একাধিক পণ্য সরবরাহ করতে পারে।
