shono
Advertisement
Jharkhand

চলন্ত গাড়িতে হঠাৎ বিস্ফোরণ! আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যু চালকের

হঠাৎই বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে এলাকা।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:36 PM May 04, 2025Updated: 02:36 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত গাড়িতে হঠাৎ বিস্ফোরণ! তারপর হাইওয়েতেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি। প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা হল না। আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলল চালককে। দূর থেকে নীরব দর্শক হয়েই দাঁড়িয়ে রইলেন কয়েকজন। শনিবার এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী রইল ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দারা।

Advertisement

এমন রোহর্ষক ঘটনা সম্পর্কে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হাইওয়েতে আচমকা বিস্ফোরণের জোরাল শব্দ শুনতে পান তাঁরা। এরপরই ছুটে এসে দেখেন, এই গাড়িতে আগুন লেগে গিয়েছে। তৎক্ষণাৎ আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু দ্রুত আগুন বিশাল আকার ধারণ করে। দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। শত চেষ্টা করেও চালককে দগ্ধ গাড়ি থেকে বাইরে বের করে আনতে পারেননি তাঁরা।

স্থানীয়রাই প্রথম পুলিশ ও দমকলকে খবর দেয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়িটি। ঝলসে মৃত্যু হয়েছে চালকের। পুলিশ জানিয়েছে, চালককের দেহ এতটাই ঝলসে যায় যে প্রথমে তা সনাক্ত করা যায়নি। পরে গাড়ির নম্বর দেখে চালকের কথা জানা যায়। পুলিশের অনুমান, গাড়িতে কোনও দাহ্য পদার্থ বহন করা হচ্ছিল। সেই কারণেই হঠাৎ আগুন লেগে যায়। গোটা ঘটনার তদন্ত করা শুরু হয়েছে। তদন্তের স্বার্থে দগ্ধ গাড়িটিকে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে, ঝাড়খণ্ডে অন্য একটি ঘটনাতেও দু'জনের প্রাণহানি ঘটেছে। একটি সরকারি হাসপাতালের করিডোরের একটি অংশ ধসে পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। শনিবার বিকেল ৪ টে নাগাদ এমজিএম হাসপাতালের মেডিসিন বিভাগের দোতলায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তদন্তের নির্দেশ দেন। তারপরই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলন্ত গাড়িতে হঠাৎ বিস্ফোরণ! তারপরই হাইওয়েতেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি।
  • প্রাণে বাঁচবার আপ্রাণ চেষ্টা করেও মৃত্যু হল চালকের।
  • পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন,উদ্ধার হয় চালকের দগ্ধ দেহ।
Advertisement