shono
Advertisement
Union Budget 2025

বাজেটে লক্ষ্মীলাভ সিবিআইয়ের! তদন্তে প্রশ্ন উঠলেও '১৮ আনা' বরাদ্দ নির্মলার

গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়ল ৮৪.১২ কোটি টাকা।
Published By: Amit Kumar DasPosted: 04:03 PM Feb 01, 2025Updated: 04:03 PM Feb 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে লক্ষ্মীলাভ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। একের পর এক হাইপ্রোফাইল তদন্তে হাতাশাজনক ফলাফল সত্ত্বেও গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়ল ৮৪.১২ কোটি টাকা। চলতি অর্থবর্ষে সিবিআইয়ের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১,০৭১.০৫ কোটি টাকা।

Advertisement

গত ১১ বছরের মোদি সরকারে ভারতে ব্যাপকভাবে বেড়ে সিবিআইয়ের তৎপরতা। বহু ভিভিআইপি মামলার তদন্ত করছে এই কেন্দ্রীয় এজেন্সি। বিশেষ করে অবিজেপি রাজ্যগুলিতে সিবিআইয়ের তৎপরতা চরম আকার নিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে এজেন্সিতে কর্মীসংকট, দপ্তরের অভাব-সহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আধিকারিকদের দাবি, শুধু দপ্তরের অভাব নয়, সিবিআইয়ের প্রশিক্ষণকেন্দ্রের আধুনিকীকরণ, প্রযুক্তিগত সহায়তা, ফরেন্সিক সহায়তা, দপ্তরের সংখ্যা বাড়ানো, জমি কেনা, আধিকারিকদের বাসস্থান নির্মাণ-সহ একাধিক ক্ষেত্রে এই বরাদ্দ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সিবিআইয়ের জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল ৯৫১.৪৬ কোটি টাকা। পরে সিবিআইয়ের দাবি মেনে তা বাড়িয়ে করা হয় ৯৮৬.৯৩ কোটি টাকা। এরপর ২০২৫-২৬ নয়া বাজেটে অতীতের বরাদ্দ অনেকখানি বাড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় এজেন্সির জন্য বরাদ্দ ১,০৭১.০৫ কোটি টাকা করলেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে গোটা দেশে দুর্নীতির অজস্র মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। যদিও তাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। বিরোধী শিবির অভিযোগ তুলেছে, কেন্দ্রের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে সিবিআই। খোদ আদালতেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এজেন্সিকে। ফলে কেন্দ্রীয় এজেন্সির বিশ্বাসযোগ্যতা তলানিতে। শুধু বাংলাতেই সারদা, নারদা, শিক্ষা দুর্নীতির মতো সিবিআইয়ের হাতে থাকা বহু মামলার তদন্ত বিশ বাঁও জলে। এহেন পরিস্থিতিতে সিবিআইয়ের এই বরাদ্দ বৃদ্ধি প্রশ্ন তুলতে শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে লক্ষ্মীলাভ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের।
  • গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়ল ৮৪.১২ কোটি টাকা।
  • চলতি অর্থবর্ষে সিবিআইয়ের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১,০৭১.০৫ কোটি টাকা।
Advertisement