সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতি মামলায় তিন দশক আগে চলে গিয়েছিল চাকরি। এতদিন পর তারই প্রতিশোধ নিতে সিবিআই আধিকারিকের উপর তির-ধনুক নিয়ে হামলা চালালেন এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের হযরতগঞ্জে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১ টা ১৫ নাগাদ সিবিআইয়ের এএসআই বীরেন্দ্র সিংকে লক্ষ্য করে তির চালান দীনেশ মুর্মু নামে এক ব্যক্তি। বুকে তির লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন সিবিআই আধিকারিক। তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করেন দপ্তরের বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা। ধৃত বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা। তিনি ভারতীয় রেলের প্রাক্তন কর্মচারী। ১৯৯৩ সালে রেলওয়ে ট্র্যাপ মামলায় চাকরি চলে যায় তাঁর। সেই সময় এই মামলায় তদন্ত করেছিল সিবিআই।
দীনেশ রেলের জুনিয়ার লেভেলের কর্মচারী ছিলেন। চাকরি চলে যাওয়ার পর তিনি গ্রামের বাড়িতে ফিরে গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে দীর্ঘদিন ধরে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমনকী গ্রামের নির্জন জায়গায় গিয়ে তির-ধনুক চালানোর জন্য প্রশিক্ষণও নিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলা চালানোর জন্য বাড়িতে তৈরি তির-ধনুক ব্যবহার করেছিলেন অভিযুক্ত। তিরের মাথায় একটি লোহার ফলা লাগানো ছিল। অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি হামলার জন্য ব্যবহৃত তির-ধনুকটি উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত সিবিআই দপ্তরের বাইরে একটি গাছের নিচে অপেক্ষা করছিলেন। সিবিআই আধিকারিক সেখানে আসতেই তাঁর ওপর হামলা চালানো হয়। জখম সিবিআই আধিকারিককে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটা স্থিতিশীল রয়েছেন। হাসপাতালের সুপার ডাক্তার রাজের শ্রীবাস্তব বলেন, “তিরের আঘাতে পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি ক্ষত রয়েছে। তবে তিরটি যদি বুকের আর একটু ডানদিকে লাগত, তাহলে হৃদপিণ্ডে আঘাত লাগতে পারত।”