shono
Advertisement
Unemployment

দেশে বেকারত্ব কত? এবার প্রতি মাসে পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র

দেশে বেকারত্ব ইস্যু নিয়ে মোদি সরকারকে একাধিকবার তোপ দেগেছে বিরোধীরা।
Published By: Subhodeep MullickPosted: 08:26 PM Apr 21, 2025Updated: 08:45 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে প্রতি মাসে দেশে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র। সোমবার মোদি সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক একথা জানিয়েছেন। কবে থেকে শুরু হবে এই নয়া পদক্ষেপ?

Advertisement

তিনি জানিয়েছেন, আগামী ১৫ মে থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হবে। শোনা যাচ্ছে, কেন্দ্রের প্রথম রিপোর্টে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকবে। তারপর প্রতি মাসে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগামী ১৫মে প্রথম তিন মাসের পরিসংখ্যান প্রকাশ করা হবে।” উল্লেখ্য, অন্যান্য বৃহত্তর অর্থনীতির দেশগুলির মতো ভারতে নিয়মিত বেকারত্বের তথ্য সংগ্রহ এবং প্রকাশের ব্যবস্থা নেই। বর্তমানে তিন মাস অন্তর শহরাঞ্চলের বেকাত্বের পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্র। গ্রামীণ এবং শহরাঞ্চলের পরিসংখ্যান নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয় বছরে একবার। প্রসঙ্গত, দেশে বেকারত্ব ইস্যু নিয়ে মোদি সরকারকে একাধিকবার তোপ দেগেছে বিরোধীরা। এই প্রেক্ষিতে এবার প্রতি মাসে বেকারত্বের তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের যুক্তি, এই পদক্ষেপের ফলে এবার দেশের প্রতিটি রাজ্যের সুষ্পষ্ট ছবি বোঝা যাবে।

কেন্দ্রের তথ্য বলছে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শহরাঞ্চলে বেকারত্বের হার ছিল ৬.৪ শতাংশ। অন্যদিকে, গ্রামীণ এলাকায় এই হার ছিল ৪.২ শতাংশ। কেন্দ্রের দাবি, এই পরিসংখ্যান যথেষ্ট ইতিবাচক। আবার বেসরকারি সংস্থা সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমিক্স (সিএমআইই)-এর তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে শহর এবং গ্রামাঞ্চলে বেকারত্বের হার ছিল যাথাক্রমে ১০.০৮ এবং ৮.৬৫ শতাংশ। যদিও সিএমআইই-এর পরিসংখ্যান সাধারণত সরকারের থেকে আলাদা হয়। কারণ, তথ্য সংগ্রহের জন্য তারা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার থেকে প্রতি মাসে দেশে বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্র।
  • কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক একথা জানিয়েছেন।
  • কেন্দ্রের প্রথম রিপোর্টে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকবে।
Advertisement