shono
Advertisement
Sub-standard Helmets

পথ নিরাপত্তায় বড় পদক্ষেপ, যেখানে সেখানে হেলমেট তৈরি ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

আগেও এ বিষয়ে পদক্ষেপ নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:35 PM Jul 05, 2025Updated: 05:35 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সেখানে বিক্রি করা যাবে না হেলমেট। সরকারি নিয়ম না মেনে তৈরি হওয়া হেলমেট বিক্রি বন্ধ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র। দেশে এই মুহূর্তে ২১ কোটি মানুষ দু’চাকার যানবাহন ব্যবহার করেন। তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করেই, সরকারি নিয়ম না মেনে তৈরি হওয়া হেলমেট তৈরি ও বিক্রিতে লাগাম আনতেই সরকারের এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Advertisement

শনিবার উপভোক্তা বিষয়ক দপ্তর এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বাইকচালক ও আরোহীদের জন্য BIS অনুমোদিত হেলমেট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই নির্দেশিকাতে BIS-এর অনুমোগদন ছাড়া হেলমেট তৈরি বা বিক্রি বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছিল, ‘ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন’ (ISI) ছাপ যুক্ত হেলমেট ব্যবহার করতে হবে। এই মুহুর্তে দেশে ১৭৬টি কোম্পানি হেলমেট তৈরির জন্য BIS-এর ছাড়পত্র পেয়েছে। তবে এর বাইরেও অনেকে হেলমেট তৈরি করছে এবং বিক্রি করছে। বিশেষ করে রাস্তার ধারে কমদামে বিক্রি হচ্ছে এই সব হেলমেট। আর এতেই জীবনের ঝুঁকিক বাড়ছে বাইকচালক ও আরোহীদের।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এর আগেও নিম্নমানের হেলমেট বিক্রি ও তৈরি করার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছিল উপভোক্তা বিষয়ক দপ্তর। আর এবার রাজ্যগুলিকে এবিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিল কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যেখানে সেখানে বিক্রি করা যাবে না হেলমেট।
  • সরকারি নিয়ম না মেনে তৈরি হওয়া হেলমেট বিক্রি বন্ধ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কেন্দ্র।
  • শনিবার উপভোক্তা বিষয়ক দপ্তর এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
Advertisement