shono
Advertisement

Breaking News

Uttarakhand

খারাপ আবহাওয়ায় বিপত্তি, মুখ্য নির্বাচন কমিশনারের কপ্টারের জরুরি অবতরণ উত্তরাখণ্ডে!

কপ্টারটির গন্তব্য ছিল পিথোরাগড়ের মুন্সিয়ারি গ্রাম।
Published By: Kishore GhoshPosted: 05:34 PM Oct 16, 2024Updated: 05:55 PM Oct 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারাপ আবহাওয়ার জের, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে জরুরি অবতরণ করল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের হেলিকপ্টার। ওই কপ্টারে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও ছিলেন উত্তরাখণ্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয় কুমার যোগদণ্ড। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যাত্রীরা সকলেই সুস্থ আছেন।

Advertisement

সূত্রের খবর, কপ্টারটির গন্তব্য ছিল পিথোরাগড়ের মুন্সিয়ারি গ্রাম। যদিও খারাপ আবহাওয়ার জেরে বুধবার দুপুর ১টা নাগাদ মুন্সিয়ারির আগেই রলম গ্রামে নামে মুখ্য নির্বাচন কমিশনারের কপ্টার। উল্লেখ্য, মঙ্গলবারই কেদারনাথ বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব কুমার। রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত পাউরি গারোয়াল লোকসভার অন্তর্গত এই বিধানসভা। যা বিজেপির দখলে ছিল।

২০২২ সালে বিজেপি টিকিটে কেদারনাথে জয়ী হন শাইলা রাওয়াত। গত জুলাই মাসে শাইলার মৃত্যু হয়েছে। এর জেরেই ওই বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। মঙ্গলবার উত্তরাখণ্ডের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজয় কুমার যোগদণ্ড জানান, ২২ অক্টোবর কেদারনাথে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। ২৯ অক্টোবর ওই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর। ২৩ নভেম্বর সেখানে ভোটগণনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement