shono
Advertisement
Jharkhand

মাদ্রাসার সামনে শিবরাত্রি উদযাপনে লাউড স্পিকার, উত্তপ্ত ঝাড়খণ্ড

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:26 PM Feb 26, 2025Updated: 09:26 PM Feb 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই মাদ্রাসা। আর অন্যদিকে শিবরাত্রি উদযাপনে গমগম করে বাজছে লাউড স্পিকার। এনিয়েই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি এলাকা। স্থানীয়দের অশান্তি জেরে বেশ কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা হাজারিবাগের ইচক ব্লকের ডুমরাঁও গ্রামের। বুধবার সকালে শিবরাত্রি উদযাপনে লাউড স্পিকারে গান বাজানো হচ্ছিল। যা নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। সেখানকার বিডিও সন্তোষ কুমার জানান, অতীতে ওই মাদ্রাসার ভিতরে একটি মিনার সাজানোর কাঠামো নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ ছিল। মাদ্রাসার কাছে যখন লাউড স্পিকার বসানো নিয়ে উত্তেজনা আরও বাড়ে। দুপক্ষের মধ্যে বচসা হয়। যার জেরে কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

বিডিও আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। পরে সেখানে অন্তত ১৫০ জন পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়। নিজেদের মধ্যে কথা বলে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। তারপর পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হাজারিবাগ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানিয়েছেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনেই মাদ্রাসা। আর অন্যদিকে শিবরাত্রি উদযাপনে গমগম করে বাজছে লাউড স্পিকার।
  • এনিয়েই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি এলাকা।
  • স্থানীয়দের অশান্তি জেরে বেশ কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
Advertisement