shono
Advertisement

‘রাহুলের জন্য অল্পবয়সি মেয়ের অভাব নেই’, ফ্লাইং কিস বিতর্কে স্মৃতিকে খোঁচা কংগ্রেস সাংসদের

৫০ বছরের মহিলাকে রাহুল চুমু দেবেন না, মত মহিলা সাংসদের।
Posted: 02:32 PM Aug 11, 2023Updated: 03:26 PM Aug 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) জন্য অল্পবয়সি মেয়েদের অভাব নেই। তাহলে ৫০ বছর বয়সি এক মহিলার দিকে কেন চুম্বন দেবেন তিনি? প্রশ্ন তুললেন বিহারের মহিলা কংগ্রেস (Congress) সাংসদ। রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা ফ্লাইং কিসের অভিযোগ একবারে উড়িয়ে দিলেন তাঁর সতীর্থ। প্রসঙ্গত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) দাবি করেন, অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন তাঁদের দিকে ফ্লাইং কিস ছুঁড়েছেন রাহুল গান্ধী। তারপর থেকেই কংগ্রেস সাংসদের এহেন আচরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

Advertisement

নীতু সিং নামে বিহারের এক কংগ্রেস সাংসদ বলেন, “আমাদের নেতা রাহুল গান্ধীর জন্য অল্পবয়সি মেয়েদের তো অভাব নেই। যদি ফ্লাইং কিস দেওয়ারই হতো তাহলে তো কমবয়সি কাউকেও দিতে পারতেন। ৫০ বছর বয়সি মহিলাকে কেন ফ্লাইং কিস দেবেন?” নীতু সাফ জানিয়ে দেন, রাহুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিহারের কংগ্রেস সাংসদের এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: বদলে যাচ্ছে বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন! ‘গোয়ান্তানামো’ তৈরির প্রথম ধাপ?]

নীতুর ভিডিওটি শেয়ার করেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেস সাংসদের মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, “কংগ্রেস আসলে নারীবিদ্বেষী দল। সভাকক্ষে রাহুল গান্ধী যে সমস্ত ভুলভ্রান্তি করেছেন, সেগুলোর সপক্ষেও যুক্তি দিচ্ছে তারা।” প্রসঙ্গত, ফ্লাইং কিস বিতর্কে আগেও রাহুলের পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী, মহুয়া মৈত্রের মতো মহিলা নেত্রীরা।

প্রসঙ্গত, অনাস্থা প্রস্তাবের আলোচনা চলাকালীন মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিস ছোঁড়ার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। স্মৃতি অভিযোগ করেন, “আজকে রাহুল গান্ধী যা করেছেন, সংসদের একজন পুরুষ সদস্য এমন আচরণ আগে কখনও করেননি। এটা হাউস অফ দ্য পিপল, এখানে নারীর মর্যাদা রক্ষায় আইন প্রণয়ণ হয়, সেখানে অধিবেশন চলাকালীন একজন পুরুষের নারী বিদ্বেষী আচরণ করলেন। আমার প্রশ্ন, এই ক্ষেত্রে কী শাস্তি দিতে উচিত?” পরে স্পিকারের কাছেও এই নিয়ে অভিযোগ জানান বিজেপি সাংসদরা।

[আরও পড়ুন: আর থাকছে না ‘ঔপনিবেশিক’ IPC! বদলে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ আনছে মোদি সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement