shono
Advertisement

Breaking News

Adani project

পাক সীমান্তে আদানিদের বিদ্যুৎ প্রকল্প! 'জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস', সংসদে সরব কংগ্রেস

সংসদে কংগ্রেসের প্রশ্নে 'দায়সারা' জবাব কেন্দ্রের।
Published By: Subhajit MandalPosted: 09:39 PM Mar 12, 2025Updated: 09:39 PM Mar 12, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: তাহলে কি জাতীয় নিরাপত্তার থেকেও আদানি স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ মোদি সরকারের কাছে? বুধবার এই প্রশ্নে কেন্দ্রকে আক্রমণ করল কংগ্রেস।

Advertisement

গুজরাটের কচ্ছে খাওড়ায় এক নবীকরণীয় বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী। যা ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটার আগে পর্যন্ত বিস্তৃত। এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে নাম না করে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন সরকারের কাছে। জানতে চাইলেন, “জাতীয় সুরক্ষা সংক্রান্ত নীতি মেনে সীমান্তের ১০ কিলোমিটার আগে পর্যন্ত কোনও প্রকল্প হতে দেওয়া যায় না। এক্ষেত্রে কেন তা মানা হল না।”

জবাবে সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রহ্লাদ যোশী শুধু বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের অনুমতি নিয়েই যা করার করা হয়েছে।” এই দায়সারা জবাবের আপত্তি জানাতে থাকে কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা। প্রতিবাদে ওয়াকআউটও করে। বাইরে মণীশ তিওয়ারি ও লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ বলেন, “যে দল জাতীয় সুরক্ষা নিয়ে এত বড় বড় কথা বলে, তারাই আজ প্রধানমন্ত্রী বন্ধুর স্বার্থে জাতীয় সুরক্ষা নিয়ে ছেলেখেলা করছে।”

বস্তুত আদানি ইস্যুতে সংসদে বরাবর সরব কংগ্রেস। এর আগে আদানি ঘুষকাণ্ড নিয়ে একাধিকবার সংসদ উত্তাল করেছে হাত শিবির। হিন্ডেনবার্গ বিতর্কেও সংসদে ঝাঁজালো ভাষণ দিয়েছেন রাহুল গান্ধীরা। তবে এবার সরাসরি জাতীয় নিরাপত্তাকে ইস্যু করে ফেলল কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুজরাটের কচ্ছে খাওড়ায় এক নবীকরণীয় বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছে আদানি গোষ্ঠী।
  • যা ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তের এক কিলোমিটার আগে পর্যন্ত বিস্তৃত।
  • লোকসভায় প্রশ্নোত্তর পর্বে নাম না করে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন সরকারের কাছে।
Advertisement