সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে এবার এক চিকিৎসকের মৃত্যু হল। যা ভারতে প্রথম। বৃহস্পতিবার সকালে ৬২ বছরের ওই চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তার আগে বুধবার রিপোর্ট আসার পর জানা যায় ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ প্রসঙ্গে ইন্দোরের মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক প্রবীন জাদিয়া বলেন, “আমরা আজ সকালে খবর পেয়েছি, আমাদের এক চিকিৎসক বন্ধু মৃত্যুর হয়েছে।” তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশজুড়ে একের পর স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। তার মাঝে এখ চিকিৎসকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা দুঃশ্চিতা বাড়াল, তা বলার অপেক্ষা রাখে না।
জানা গিয়েছে, ইন্দোরে ওই চিকিৎসকের দুটি চেম্বার ছিল। সেখানে তিনি রোগী দেখতেন। সপ্তাহ কয়েক আগে এক করোনা আক্রান্তের পরিবারের সদস্যরা ওই চিকিৎসকের কাছে এসেছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে জানা যায়, তিনি করোনা আক্রান্ত। এর খুব অল্প সময়ের মধ্যে তাঁর মৃত্যু হয়।
[আরও পড়ুন : ‘করোনা মড়কের জন্য দায়ী দিল্লি পুলিশ’, তোপ মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর]
ইন্দোরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের তরফে রাহুল রোকরে জানান, দিন কয়েক আগে এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাঁকে সিএইচএল হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “চিকিৎসকের আত্মা শান্তি পাক। করোনা যুদ্ধে ওঁদের মতো মানুষ আমাদের রক্ষা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। আপনারাই সুপার হিরো।”
[আরও পড়ুন : ১৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য চালু হতে পারে দূরপাল্লার ট্রেন! প্রস্তুতি শুরু রেলের]
প্রসঙ্গত, ইন্দোরের ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকা সিল করার কথা ঘোষণা করেছেন শিবরাজ সিং চৌহান।
The post ভারতে প্রথম, এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.
