সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দাপটে জোরাল হচ্ছে দেশে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের হার ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে কীভাবে সৎকার করতে হবে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের? কারণ, মৃতদের থেকে সংক্রমণের সম্ভাবনাও প্রবল। ‘হু'(WHO) এর নিয়ম অনুযায়ী সৎকারের ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখতে হবে তা জানাল স্বাস্থ্যমন্ত্রক।
Advertisement
- আক্রান্তের মৃত্যুর পর দেহটি সংক্রমণমুক্ত করার জন্য হাইপোক্লোরাইট সলিউশন ব্যবহার করতে হবে।
- মৃতের নাক ও চোখ মুখ ভাব করে বন্ধ করে দিতে হবে। যাতে কোনওভাবেই রোগীর দেহ থেকে জলকণা বের হতে না পারে।
[আরও পড়ুন: করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, আজ রাতে ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী]
- প্রয়োজন ছাড়া ময়াতদন্তের পথে না হাঁটাই ভাল বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। পরিস্থিতি বিশেষে যদি করতেই হয় সেক্ষেত্রে চিকিৎসককে বিশেষ সুরক্ষা অবলম্বন করতে হবে।
- মৃতের পরিবার দেখতে চাইলে প্লাস্টিকের বিশেষ ব্যাগেবন্দি অবস্থাতেই দেহ দিতে হবে তাঁদের। কোনও পরিস্থিতিতেই দেহ স্পর্শ করা যাবে। খার পর প্রত্যেককে স্যানিটাইজ হতে হবে।
- প্রশিক্ষণ প্রাপ্তরাই শেষযাত্রা ও সৎকারে অংশ নিতে পারবেন। যারা দেহ বহন করবেন তাঁদের অ্যাপ্রন, গ্লাভস, চশমা, মাস্ক ব্যবহার করা জরুরি বলে জানানো হয়েছে।
- যে যানে দেহটি সৎকারের জন্য নিয়ে যাওয়া হবে সেটি অন্তত চার ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা অবস্থায় রাখার ব্যবস্থা করতে হবে। সেটিকেও পরে পরিস্কার করতে হবে নিয়ম মেনে।
- তবে সৎকারের পর ছাই বা মাটি সংগ্রহের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
পাশাপাশি, স্বাস্থ্যমন্ত্রকের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, মানব শরীরের থুতু, হাঁচি-কাশির সঙ্গে নির্গত জলকণাতে বাস এই মারণভাইরাসের। তাই মৃতের শরীর থেকে সংক্রমণের সম্ভাবনা খুবই কম।
[আরও পড়ুন: পরিকাঠামোর অভাবে হচ্ছে না পরীক্ষা! ভারতে করোনার আসল সংখ্যা নিয়ে উদ্বেগ]
The post করোনা সংক্রমণে মৃতদের সৎকারে মানতেই হবে এই বিষয়গুলি, জানাল স্বাস্থ্যমন্ত্রক appeared first on Sangbad Pratidin.
