shono
Advertisement

Coronavirus: গত ২৪ ঘণ্টায় কমবেশি অপরিবর্তিত কোভিড গ্রাফ, টিকা নিয়ে বড় দাবি কেন্দ্রের

নামমাত্র কমল অ্যাকটিভ কেস।
Posted: 10:11 AM Jul 25, 2021Updated: 10:14 AM Jul 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণের গ্রাফ কমবেশি একই থাকল। আগের দিনের মতোই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা থাকল ৪০ হাজারের সামান্য নিচে। তবে আগের দিনের তুলনায় বেশ খানিকটা বাড়ল করোনাজয়ীর সংখ্যা। যা স্বস্তি দেবে স্বাস্থ্যমন্ত্রককে। মৃতের সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। তবে, এদিন টিকাকরণ নিয়ে বড়সড় দাবি করেছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ইতিমধ্যেই রাজ্যগুলিকে ৪৫ কোটি ৩৭ লক্ষের বেশি টিকা সরবরাহ করা হয়েছে। যার মধ্যে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ টিকা এখনও ব্যবহার হয়নি। আরও ১১ লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যগুলির কাছে পাঠানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: পাঞ্জাবে সিধুর অভিষেক সভায় কোভিড বিধি না মানার অভিযোগ, দায়ের হল FIR]

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭৪২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৭৩ হাজারের বেশি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ৫৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য কম।

[আরও পড়ুন: আমেরিকা-চিনের মতো ধনী হতে পারবে ভারতও, শিখর ছোঁয়ার হদিশ দিলেন Mukesh Ambani]

তবে ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৯ হাজার ৯৭২ জন। অর্থাৎ সামান্য হলেও কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ২১২ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৩ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ৮৬৪ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement