সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু দেবতা রামকে নিয়ে একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখনও থমথমে ওড়িশার ভদ্রক৷ ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ফের জারি হয়েছে কারফিউ৷ রবিবার সকাল আটটা পর্যন্ত কারফিউ জারি করার কথা ছিল৷ কিন্তু পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকায় মেয়াদ বাড়িয়ে সোমবার সকাল পর্যন্ত করা হয়েছে৷
শনিবার হিন্দু দেবতাদের নিয়ে একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ভদ্রক৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে৷ পুলিশের অনুমান, হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা এই সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে৷ ভদ্রকের পরিস্থিতির উপর নজর রাখতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী অসিত ত্রিপাঠিকে নির্দেশ দিয়েছেন৷ প্রশাসনিক গাফিলতির অভিযোগে বদলি করা হয়েছে ভদ্রকের ডিস্ট্রিক্ট কালেক্টরকে৷ বেশ কয়েকজন সরকারি আধিকারিককেও অন্য পদে পাঠানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত বৃহস্পতিবার হিন্দু দেবতাদের নিয়ে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত৷ ওই পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা৷ উন্মত্ত বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয় স্থানীয় দোকান, পুলিশের গাড়ি৷ আটকে রাখা হয় রাস্তাও৷ বিক্ষোভ সামলাতে গিয়ে অন্তত ৪ পুলিশকর্মী আহত হয়েছে বলে খবর৷ কারা ওই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে, তদন্ত করে দেখছে পুলিশ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী টুইট করে আহ্বান জানিয়েছেন, “ভদ্রকের বাসিন্দাদের কাছে অনুরোধ এলাকায় শান্তি বজায় রাখুন৷” ইতিমধ্যেই বিতর্কিত ফেসবুক পোস্টটি করার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে বলে পিটিআই সূত্রে খবর৷
The post অশান্ত ভদ্রকে সোমবার পর্যন্ত জারি থাকবে কারফিউ appeared first on Sangbad Pratidin.