shono
Advertisement
Rajasthan

দলিত যুবককে যৌন হেনস্তা, গায়ে প্রস্রাব! রাজস্থানে ক্যামেরাবন্দি ভয়াবহ নির্যাতনের ভিডিও

বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে গিয়ে দলিত যুবকের উপর নৃশংস অত্যাচার!
Published By: Amit Kumar DasPosted: 08:02 PM Apr 20, 2025Updated: 08:02 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে গিয়ে দলিত যুবকের উপর নৃশংস অত্যাচার! যুবকের গায়ে প্রস্রাব করার পাশাপাশি মারধর ও যৌন হেনস্তা করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে হুঁশিয়ারি দেওয়া হয়, কাউকে জানালে সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে ভিডিও। ভয়াবহ এই ঘটনা ঘটেছে রাজস্থানের সিকার জেলায়।

Advertisement

নির্যাতিত ওই যুবকের দাবি, "অভিযুক্ত দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। আমাকে ডেকে কাচের বোতল দিয়ে ব্যাপক মারধর করেন। এরপর ওরা আমার গায়ে প্রস্রাব করেন। আমার জাত নিয়ে নোংরা গালিও দেন ওই দুইজন। " শুধু তাই নয় যুবকের দাবি, মারধরের পাশাপাশি পোশাক খুলতে বাধ্য করা হয় তাঁকে। এবং অস্বাভাবিক যৌন আচরণ করা হয় তাঁর সঙ্গে। এরপর গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে অভিযুক্তরা হুঁশিয়ারি দেয়, কাউকে কিছু জানালে এই ভিডিও ফাঁস করে দেওয়া হবে সোশাল মিডিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ এপ্রিল এই ঘটনা ঘটলেও গত ১৬ এপ্রিল তা প্রকাশ্যে আসে। নির্যাতিত ওই যুবকের পরিবার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতর অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ কুমার বলেন, "আমরা ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছি। নির্যাতিত যুবকের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে, বয়ানও নথিভুক্ত হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

এই ঘটনা সামনে আসার পর নিন্দায় সরব হয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, "ওই যুবককে শারীরিক ও মানসিকভাবে এতটাই নির্যাতন করা হয়েছিল যে ওই যুবক আট দিন ধরে অভিযোগ দায়ের করার সাহস পাননি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে গিয়ে দলিত যুবকের উপর নৃশংস অত্যাচার!
  • যুবকের গায়ে প্রস্রাব করার পাশাপাশি মারধর ও যৌন হেনস্তা করার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে।
  • গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে হুঁশিয়ারি দেওয়া হয়, কাউকে জানালে সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে ভিডিও।
Advertisement