shono
Advertisement
Delhi

'রাজনৈতিক প্রভু নয়, জনতার প্রতি আপনি দায়বদ্ধ', দিল্লির উপরাজ্যপালকে খোঁচা অতিশীর

যমুনার জলে 'বিষ' মেশানোর অভিযোগে তোলপাড় দিল্লি।
Published By: Biswadip DeyPosted: 01:35 PM Jan 29, 2025Updated: 01:54 PM Jan 29, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করুন। এভাবেই দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে তোপ দাগতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে। যমুনার জলে বিষ মেশানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিল আপ। আর সেই অভিযোগকে দুর্ভাগ্যজনক ও আপত্তিকর বলে দাবি করতে দেখা গিয়েছিল সাক্সেনাকে। এবার তাঁকে চিঠি লিখে পালটা তোপ দাগলেন অতিশী।

Advertisement

সোমবার আপ সুপ্রিমো কেজরিওয়াল অভিযোগ করেছিলেন যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। আর তার ফলে রাজধানীর পানীয় জলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে মঙ্গলবার অতিশী বলেছিলেন, যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের থেকে ৬ গুণ বেশি। এরপরই তাঁকে চিঠি লেখেন সাক্সেনা। সেই চিঠিতে তিনি লেখেন, 'বিষপ্রয়োগ ও গণহত্যা নিয়ে ভুয়ো, বিভ্রান্তিকর ও মিথ্যে অভিযোগ করা হচ্ছে।' জনতাকে আরেকটি রাজ্য সরকারের বিরুদ্ধে তাতিয়ে তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এবার তাঁকেই 'জবাব' দিয়ে চিঠি লিখলেন অতিশী।

তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'আপনার সাংবিধানিক দায়িত্ব রয়েছে দিল্লির জনগণের প্রতি, আপনার রাজনৈতিক প্রভুদের প্রতি নয়। ২০২২ সালের ২২ মে আপনি শপথ নিয়েছিলেন সংবিধানকে সংরক্ষণ ও সুরক্ষা দেওয়ার।' এভাবেই প্রায় তিন পাতার চিঠিতে তিনি খোঁচা দিয়েছেন সাক্সেনাকে। তাঁর দাবি, কেজরিওয়াল যমুনার জলের বিষাক্ত হয়ে ওঠা নিয়ে যে দাবি করেছিলেন তাকে সিলমোহর দিয়েছিলেন দিল্লির জল বোর্ডের সিইও-ও। বরং উপরাজ্যপালের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনিই চাপ দিয়ে বয়ান বদল করতে বাধ্য করেছিলেন বোর্ডের এক আধিকারিককে।

প্রসঙ্গত, মাস দুয়েক আগে দিল্লির এক মহিলা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অতিশীকে সামনে পেয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তুলনা টেনে উপরাজ্যপাল ভিকে সাক্সেনা বলেছিলেন, কেজরিওয়ালের চেয়ে অতিশী হাজার গুণ ভালো। অতিশীর সঙ্গে প্রকাশ্যে কখনও সংঘাতে না জড়ালেও উপরাজ্যপালের তরফে কেজরির বিশ্বস্ত এই নেত্রীর প্রশংসা কিছুটা ব্যতিক্রমী বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু এবার অতিশীকে দেখা গেল তাঁকেই আক্রমণ করতে। সব মিলিয়ে যমুনার জলে অ্যামোনিয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করুন। এভাবেই দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে তোপ দাগতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে।
  • যমুনার জলে বিষ মেশানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিল আপ। আর সেই অভিযোগকে দুর্ভাগ্যজনক ও আপত্তিকর বলে দাবি করতে দেখা গিয়েছিল সাক্সেনাকে।
  • এবার তাঁকে চিঠি লিখে পালটা তোপ দাগলেন অতিশী।
Advertisement