রাজধানীর রায়। আম আদমি পার্টির হ্যাটট্রিক নাকি ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি ? তাকিয়ে গোটা দেশ। চূড়ান্ত জল্পনার মাঝেই চলছে ভোটগণনা। দিল্লির দরবারের দখল নেবে কে? উত্তর জানতে চোখ রাখুন প্রতি মুহূর্তের খুঁটিনাটিতে। রইল লাইভ আপডেট। সব খবর সবার আগে পৌঁছে দিতে তৈরি সংবাদ প্রতিদিন ডিজিটাল। গ্রাউন্ড জিরো থেকে সংবাদ পাঠাচ্ছেন নন্দিতা রায়, বুদ্ধদেব সেনগুপ্ত ও সোমনাথ রায়।
বেলা ০৩.০০: দিল্লিতে গেরুয়া ঝড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, 'জনশক্তিই সবার উর্ধ্বে। এই জয় বিকাশ ও সুশাসনের জয়। এই ঐতিহাসিক জয়ের জন্য দিল্লির সকল ভাই-বোনকে আমার অভিনন্দন। আপনারা যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন তার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাই। দিল্লির সামগ্রিক উন্নয়ন ও বাসিন্দাদের জীবন উন্নত করতে আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখব না। একইসঙ্গে আমরা নিশ্চিত করব বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা এই বিরাট জনাদেশের লক্ষ্যে রাত দিন এক করে কাজ করেছেন, বিজেপির সেই সকল কর্মীদের জন্য আমি গর্বিত। এখনও আমরা আরও শক্তিশালী হয়ে দিল্লিবাসীর সেবায় নিজেদের নিয়োজিত করব।'
বেলা ০২. ২৫: ভোট বিপর্যয়ের পর বার্তা দিলেন কেজরিওয়াল, "আমরা জনতার রায় মেনে নিয়েছি। আশা করি ওরা (বিজেপি) মানুষের প্রত্যাশা পূরণ করবে। গত দশ বছরে আমরা অনেক কাজ করেছি। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে নজর দিয়েছি। বিরোধীদের ভূমিকা পালন করব। আমাদের কাছে রাজনীতি জনতার উন্নয়নের হাতিয়ার মাত্র। দলের কর্মীদের অনেক শুভেচ্ছা। তাঁরা অনেক কষ্ট করেছেন। অনেক কিছু সইতে হয়েছে।"
বেলা ০২. ১০: নোটার (নন অফ দ্যা এভব) থেকেও কম ভোট পড়ল বহুজন সমাজ পার্টির ঝুলিতে। তথৈবচ অবস্থা সিপিএমেরও।
বেলা ০১. ৪০: দিল্লি জয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে লিখলেন, "দিল্লিতে মিথ্যাবাদীদের শাসনের অবসান হয়েছে। মোদিজির গ্যারান্টি ও উন্নয়ন মডেলে আস্থা রেখেছেন দিল্লিবাসী।"
বেলা ০১.২৫: ঐক্যবদ্ধ হোন, বাংলাতেও পরিবর্তন হবে। মহিষাদলের সভা থেকে হুঙ্কার বিরোধী রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন।
বেলা ০১. ২০: মানুষ পরিবর্ত চাইছিল। তাই পরিবর্তন এসেছে। আম আদমি পার্টির ভোট বিপর্যয়ে মন্তব্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। বিকালে বিজেপির সদরদপ্তরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ১২. ৫৪: 'কথা শোনেনি, মদে মন ছিল কেজরির', ভোটে আম আদমি পার্টির বিপর্যয়ে তোপ দাগলেন একদা অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক গুরু আন্না হাজারে।
বেলা ১২.৪৪: নয়াদিল্লি আসনে পরাজিত আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ৩ হাজার ভোটে বিজেপ্র প্রবেশ বর্মার কাছে হার।
বেলা ১২.৩৭: পরাজিত মণীশ সিসোদিয়া। নবম রাউন্ডের গণনা শেষে জানালেন নির্বাচনী আধিকারিক। ৬৭৫ ভোটে হেরেছেন তিনি।
বেলা ১২.৩৫:
বেলা ১২.১৭: ''দিল্লির মানুষ আশীর্বাদ করেছে'', বলছেন বিজেপি নেতা সিটি রবি। অন্যদিকে দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবের কটাক্ষ, ''অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মার্লেনা এঁরা সকলেই দুর্নীতির মুখ। বিষাক্ত জল, ভাঙা রাস্তা, বেহাল নিকাশী ব্যবস্থা, যমুনা দূষণ এই সমস্তই কেজরিওয়ালের শাসনব্যবস্থার সাক্ষী। তাই দিল্লির মানুষ এঁদের খরচের খাতায় ফেলে দিয়েছেন।''
বেলা ১১.৪০: কালকাজি কেন্দ্রে অনেক এগিয়ে রমেশ বিদুরি।
সকাল ১১.১০: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলছেন, ''২৭ বছর ফের দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। এটা মোদি ম্যাজিকেরই জয়।''
সকাল ১১.০৭: দিল্লি বিধানসভা নির্বাচনের গণনা চলছে। এখনও পর্যন্ত বিজেপি অনেকটা এগিয়ে থাকলেও আপ লড়ছে। কিন্তু যথারীতি এবারও শূন্যহাতে লড়াই শেষ করার দিকে এগোচ্ছে কংগ্রেস। আর এহেন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলছেন, ''আমি জানি না। আমি এখনও ফলাফল দেখিনি।''
সকাল ১১টা: অযোধ্যার মিল্কিপুরে এগিয়ে বিজেপি।
সকাল ১০.২০: প্রাথমিক ট্রেন্ডে এগোতেই পণ্ডিত পন্থ মার্গ, রাজ্য বিজেপি দপ্তরে জয়োল্লাস বিজেপি সমর্থকদের।
পণ্ডিত পন্থ মার্গ, রাজ্য বিজেপি দপ্তর। ছবি: সোমনাথ রায়
সকাল ১০.০৫: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা খোঁচা দিলেন আপ-কংগ্রেসকে। দাবি করলেন, তাদের অন্তর্দ্বন্দ্বই বিজেপিকে সুবিধা করে দিয়েছে দিল্লির নির্বাচনের ফলাফলে। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, 'আরও ঝগড়া করো নিজেদের মধ্যে।'
সকাল ১০.০২: সৌরভ ভরদ্বাজ বলছেন, ''এক্সিট পোল মিথ্যে প্রমাণিত হবে। আপই সরকার গড়বে।'' যদিও নিজের কেন্দ্রে তিনি এই মুহূর্তে ৬ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন।
সকাল ১০টা: প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে থাকলেও অবশেষে এগিয়ে গিয়েছেন কেজরি। নয়াদিল্লি কেন্দ্রে ২৫৪ ভোটে এগিয়ে আপ সুপ্রিমো।
সকাল ৯.৫৫: কালকাজি কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিদুরি বলছেন, ''কেজরি এর আগে দুবার জিতেছিলেন খয়রাতি ও মিথ্যে প্রতিশ্রুতির কারণে। কিন্তু এই ১০ বছরে মানুষ ওঁকে চিনে ফেলেছে।''
সকাল ৯.৫০: বাদলি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী দেবেন্দ্র যাদব। এখনও পর্যন্ত এই একটি আসনেই লিড করছে হাত শিবির। গতবার তারা খাতা খুলতে পারেনি। এবার কি শূন্য থেকে একে পৌঁছবে হাত শিবির?
সকাল ৯.৪০: গ্রেটার কৈলাস কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা রাই বললেন, ''আমি নিশ্চিত বিজেপিই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে। আপে অভিযোগ তোলা থেকে স্পষ্ট যে তারা এই নির্বাচনে হারবে। অন্যান্য কয়েকটি রাজ্যের মতো দিল্লির মানুষও এখানে ডবল ইঞ্জিন সরকার চাইছেন।''
সকাল ৯.০৫: প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। তাঁর কথায়, এবারের দিল্লি নির্বাচন আসলে শুভ ও অশুভের লড়াই। আর সেই লড়াইয়ে দিল্লির জনাদেশ থাকবে কেজরির পক্ষেই।
সকাল ৯.০৩:
সকাল ৮.৫৮:
ভোটে জয়ের প্রার্থনায় পুজোয় বসেছেন রমেশ বিদুরি।
সকাল ৮.৪৫: প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মার্লেনা, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট আম আদমি পার্টির প্রার্থীরা। এগিয়ে বিজেপির রমেশ বিদুরি, প্রবেশ বর্মার মতো প্রথম সারির বিজেপি প্রার্থীরা।
সকাল ৮.৩০: এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপি এগিয়ে ৩৭টি আসনে। আপ এগিয়ে ২৬টিতে।