shono
Advertisement
Delhi

ঘৃণার চরম রূপ! পারিবারিক বিবাদে খুন প্রৌঢ়ের শরীরে ৬৯ বুলেট, কী এমন ঘটেছিল?

খুনের বদলা খুন!
Published By: Kishore GhoshPosted: 12:47 PM Dec 19, 2025Updated: 02:50 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘৃণার চরম রূপ! দিল্লিতে (Delhi) ৫২ বছরের এক ব্যক্তি খুন হয়েছেন পারিবারিক বিবাদে, গুলি করে খুন করা হয়েছে তাঁকে, এও অবশ্য খবর নয়। আসল খবর হল, ওই প্রৌঢ়ের শরীর থেকে ৬৯টি বুলেট উদ্ধার করেছেন চিকিৎসকরা। মৃত্যু নিশ্চিত করতে ৬৯টি গুলি করার ঘটনা গ্যাংস্টারদের ক্ষেত্রেও বিরল। প্রশ্ন ওঠে, এতখানি বিদ্বেষ কেন?

Advertisement

দিল্লির আয়া নগরের ঘটনা। মৃত ব্যক্তির নাম রতন লোহিয়া। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিবাদে নৃশংস রূপ নেয় গত ৩০ নভেম্বর, রবিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালে বাড়ির কাছেই রতনকে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতনের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আয়া নগর বাজারের কাছে নম্বর প্লেট ছাড়া একটি গাড়িতে অপেক্ষা করছে তিন আততায়ী। সেখানেই রতনকে গুলি করে খুন করা হয়।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে প্রতিশোধের আগুন! রতনের পরিবার অভিযোগ করেছে, রামবীরের ছেলে অরুণের মৃত্যুর প্রতিশোধ নিতে রামবীর লোহিয়া এবং তাঁর আত্মীয়রা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত ১৫ মে অরুণ তাঁর গাড়িতে বাড়ি ফিরছিলেন, সেই সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুলি করে হত্যা করে তাঁকে। ওই ঘটনার পর রতনের ছেলে দীপককে গ্রেপ্তার করেছিল পুলিশ। রতনের মেয়ে এএনআইকে জানিয়েছেন, রামবীর এবং তার আত্মীয়রা দীর্ঘদিন ধরে তাঁর বাবাকে হুমকি দিচ্ছিলেন। মনে করা হচ্ছে দুই পরিবারের তরুণ প্রজন্মের বিবাদের জেরেই ভয়ংকর হত্যাকাণ্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির আয়া নগরের ঘটনা। মৃত ব্যক্তির নাম রত্তন লোহিয়া।
  • যদিও তরুণীর দাবি, রতনের আর কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না।
Advertisement