সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করেছিল। সেই ঘটনার মাস ছয়েক বাদেই আম আদমি পার্টি ছাড়লেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট। দিল্লি বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে কৈলাসের পদত্যাগ চাপ বাড়াবে আপের উপর।
কৈলাস শুধু পদত্যাগ করেছেন তাই নয়। আপের সাম্প্রতিক একাধিক নীতির কড়া সমালোচনাও করেছেন। নিজের পদত্যাগপত্রে তিনি লিখছেন, 'দিল্লিতে এখন বহু লজ্জার বিতর্ক সামনে চলে আসছে। যাতে নিজেকে প্রশ্ন করতে হচ্ছে, আমরা কি এখনও আম আদমি থাকায় বিশ্বাস রাখি?' কৈলাস সাফ বলছেন, আপ এখন আম আদমির এজেন্ডা ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার লড়াই করছে। এভাবে মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করাও সম্ভব হচ্ছে না।
চিঠিতে দিল্লির মন্ত্রী সাফ বলছেন, 'আপ সরকার যেভাবে কেন্দ্রের সঙ্গে নিত্য ঝামেলা করে চলেছে, তাতে মানুষের উন্নয়ন সম্ভব নয়। সরকারের বেশিরভাগ সময় ব্যয় করছে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে। এভাবে মানুষের চাহিদা পূরণ হয় না। তাই কোনও বিকল্প না দেখেই আমাকে আপ ছাড়তে হল।'
৫০ বছর বয়সি কৈলাশ গেহলট পেশায় আইনজীবী। তিনি নাফাজগড় বিধানসভার বিধায়ক এবং দিল্লির বিধানসভার পূর্ণ মন্ত্রী। অতীতে দিল্লির পরিবহন ও পরিবেশ মন্ত্রক সামলেছেন। অতিশী মন্ত্রিসভারও সদস্য তিনি। কেজরিওয়াল জেলে থাকাকালীন আপের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বস্তুত আপ শীর্ষ নেতৃত্ব যখন আবগারি কেলেঙ্কারিতে জেলে তখন আপে তাঁর গুরুত্ব অনেকটাই বেড়েছিল। গত মার্চ মাসে তিনিও আবগারি দুর্নীতিতে ইডির স্ক্যানারে চলে আসেন। তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মাস ছয়েক বাদেই দিল্লির শাসকদলের সঙ্গ ছাড়লেন তিনি।