সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত। মণীশ সিসোদিয়া জামিনে মুক্ত। মূল মামলার অভিযুক্ত ৪০ জনের মধ্যে ৩৮ জনই জামিন পেয়ে গিয়েছেন। তবু আবগারি দুর্নীতির ছায়া পিছু ছাড়ছে না আম আদমি পার্টির। দিল্লি ভোটের ঠিক আগে প্রকাশ্যে এসেছে এই সংক্রান্ত সিএজি রিপোর্ট। যা দিল্লির বিরোধী দলগুলির হাতে নয়া অস্ত্র তুলে দিতে পারে।
CAG রিপোর্ট বলছে, দিল্লিতে আপ যে আবগারি নীতি চালু করেছিল তা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। অন্তত ২ হাজার ২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। যদিও সিএজির এই রিপোর্ট এখনও দিল্লি বিধানসভায় পেশ হয়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ওই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, আপ সরকারের আমলে ঘোষিত ওই আবগারি নীতিতে প্রচুর ত্রুটি ছিল। এবং সেটা প্রকশ্যে আসার পরও ব্যবস্থা নেয়নি দিল্লি সরকার।
আবগারি দুর্নীতি মামলা গত প্রায় দু'বছর দিল্লির রাজনীতির শিরোনামে থেকেছে। এই মামলায় গ্রেপ্তার হতে হয়েছে খোদ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়াদের মতো আপের শীর্ষ নেতাদের। এই মামলার সরাসরি অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে আম আদমি পার্টিকে। যা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়ে জামিন পাওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন কেজরিওয়াল। যদিও শেষদিকে অধিকাংশ অভিযুক্ত ছাড়া পেয়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে ছিল আপ। কিন্তু ক্যাগের এই রিপোর্ট নতুন করে অস্বস্তিতে ফেলবে দিল্লির শাসকদলকে।
যদিও আপ এই রিপোর্ট পুরোপুরি খারিজ করে দিচ্ছে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং প্রশ্ন করছেন, ক্যাগের এই রিপোর্ট কি বিজেপির অফিসে বসে তৈরি করা? তিনি বলছেন, "CAG-এর এই রিপোর্ট কোথা থেকে এল? এটা নিয়ে বিজেপি নেতারা এত লাফালাফি করছে কেন? এই রিপোর্ট কি বিজেপি অফিসে বসে বানানো? দিল্লি বিধানসভায় তো পেশ হয়নি। তাহলে এত প্রশ্ন কীসের?"