সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে পার্টি চলাকালীন অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। বেআইনি নির্মাণ, সংকীর্ণ এবং অপর্যাপ্ত প্রবেশপথ…ভুরি ভুরি অভিযোগ উঠেছে ওই ক্লাবের বিরুদ্ধে। নৈশক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরা ‘পলাতক’। মঙ্গলবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্তের নির্দেশে তাঁদের মালকানাধীন আরও একটি নৈশক্লাব 'রোমিও ল্যানে' ভেঙে দেওয়া হল।
অগ্নিকাণ্ডের ঘণ্টা খানেকের মধ্যে ইন্ডিগোর বিমানে সৌরভ লুথরা ও গৌরব লুথরা দুই ভাই থাইল্যান্ডে পালিয়েছে বলে খবর। তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, ইন্টারপোল দুই মালিকের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করেছে। 'রোমিও ল্যানে' নৈশক্লাবের চেন দেশের একাধিক শহরে ছড়ায় লুথরা গ্রুপ। গোয়া ছাড়াও দিল্লি এবং হরিয়ানায় রয়েছে সৌরভ ও গৌরভের নৈশক্লাব। তার একটিতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৫ জনের। যার মধ্যে ২০ জন কর্মী। ৫ জন পর্যটক। মঙ্গলবার গোয়ার লুথরা গ্রুপের নৈশক্লাবটিকে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল। জানা গিয়েছে, সরকারি জমিতেই গজিয়ে উঠেছিল ওই নৈশক্লাব। প্রশ্ন উঠছে, কীভাবে প্রশাসনের নাকের ডগায় তা সম্ভব হল? তবে কি 'ঠক বাছতে গাঁ উজাড়' হওয়ার দশা!
অন্যদিকে সোমবার ‘অজ্ঞাতবাস’ থেকে সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন সৌরভ। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত। ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন সৌরভ। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় নৈশক্লাবের জেনারেল ম্যানেজার-সহ চার জনকে গ্রেপ্তার করা হয়। মালিকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাবটিতে শনিবার পার্টি চলাকালীন আগুন ধরে যায়। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এই ঘটনার পর থেকে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তারা এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন সওয়ান্ত।
