shono
Advertisement
Supreme Court

ব্র্যান্ডের নাম নয়, ডাক্তারদের উচিত শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা: সুপ্রিম কোর্ট

উদাহরণ হিসাবে রাজস্থানের একটি নির্দেশিকার কথা মনে করিয়ে দেন বিচারপতিরা।
Published By: Gopi Krishna SamantaPosted: 08:31 PM May 02, 2025Updated: 08:31 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সমস্ত ডাক্তারের জন্য ওষুধের ব্র্যান্ডের নামের বদলে জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা উচিত। বৃহস্পতিবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

Advertisement

ফেডারেশন অফ মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া (FMSRAI) এবং অন্যান্যদের দায়ের করা একটি আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত চিকিৎসকদের প্রেসক্রিপশন বিষয়ে এহেন পর্যবেক্ষণ করে। 

বিষয়টি নিয়ে বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের পর্যবেক্ষণ, "সারা দেশের ডাক্তারদের জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা বাধ্যতামূলক বলে করা উচিত।" উদাহরণ দিতে গিয়ে রাজস্থানের নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে তাঁরা জানান, রাজস্থানে এমন একটি নির্দেশ রয়েছে যে সেখানে প্রত্যেক চিকিৎসককে শুধুমাত্র জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করতে হবে। বিচারপতিদের বক্তব্য, "যদি এই নির্দেশিকা সারা দেশে বাস্তবায়িত হয়, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে এটি একটি বিশাল পরিবর্তন আনবে।"

শীর্ষ আদালতে দাখিল করা পিটিশনে বলা হয়েছে, ডাক্তারদের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ বিক্রি এবং প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়। আবেদনে এই যুক্তিও দেওয়া হয়েছে যে, ওষুধ কোম্পানিগুলি ডাক্তারদের ঘুষ দিচ্ছে। তাই তারা অতিরিক্ত বা অযৌক্তিক ওষুধ লিখে দিচ্ছে। এটি শুধু সাধারণ মানুষের চিকিৎসার খরচ যেমন বাড়াচ্ছে, ঠিক তোমনই এতে ওষুধের অতিরিক্ত ব্যবহার হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে ওষুধের দাম ও মানুষের স্বাস্থ্যের উপর। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের সমস্ত ডাক্তারদের ওযুধের ব্র্যান্ড নামের বদলে জেনেরিক ওযুধ প্রেসক্রাইভ করার নির্দেশিকা জারি করা উচিৎ।
  • বৃহস্পতিবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।
  • ডাক্তারদের বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ বিক্রি এবং প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
Advertisement