shono
Advertisement
Himachal Pradesh

তুষারঝড়ে মৃত্যু 'প্রভু'র, ৪ দিন ধরে দেহ আগলে বরফে ঠায় দাঁড়িয়ে পোষ্য, ভাইরাল করুণ ভিডিও

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বরফের উপরে পড়ে রয়েছে একটি মৃতদেহ। পাশে দাঁড়িয়ে শীতে কাঁপছে কুকুরটি। তবুও সেখান থেকে একপাও নড়েনি সে।
Published By: Amit Kumar DasPosted: 01:29 PM Jan 28, 2026Updated: 01:29 PM Jan 28, 2026

যেদিকে চোখ যায় ধু ধু বরফ। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেক নিচে। সেই মরণ ঠান্ডায় ৪ দিন ধরে ঠায় দাঁড়িয়ে এক কুকুর। পাশে পড়ে রয়েছে তার প্রভুর প্রাণহীন দেহ। মর্মান্তিক এই ছবিই ধরা পড়ল হিমাচল প্রদেশের চম্বা উপত্যকায়। উদ্ধারকারী দল দেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছলেও তাঁদের মৃতদেহ ছুঁতে দেয়নি পিটবুল প্রজাতির ওই কুকুর। দীর্ঘ চেষ্টার পর কুকুরটিকে সরিয়ে দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি চম্বা উপত্যকায় ট্রেকিংয়ে গিয়েছিল দুই তুতো ভাই ১৩ বছরের পীযূষ কুমার ও ১৯ বছরের বিকশিত রানা। পীযূষের আদরের কুকুরটিও ছিল এই সফরে। পাহাড়ের উপরে ওঠার পর তুষারঝড়ের কবলে পড়ে তারা। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে নিচে নামতে পারেনি তারা। পৌঁছয়নি কোনও সাহায্য। ঘটনার প্রায় ৪ দিন পর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকারীরা যতক্ষণে তাদের কাছে পৌঁছয় ততক্ষণে প্রবল ঠান্ডায় মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। তবে সেখানেই এক আশ্চর্য দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান উদ্ধারকারীরা। দেখা যায়, মৃতদেহের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছে পীযূষের আদরের কুকুরটি।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বরফের উপরে পড়ে রয়েছে একটি মৃতদেহ। পাশে দাঁড়িয়ে শীতে কাঁপছে কুকুরটি। তবুও সেখান থেকে একপাও নড়েনি সে। অনুমান করা হচ্ছে, পীযূষের মৃত্যুর পর গত ৪দিন ধরে চরম ঠান্ডায় সেখানেই ছিল কুকুরটি। এক মুহূর্তের জন্য মালিককে ছেড়ে যায়নি সে। শুধু তাই নয়, উদ্ধারকারীরা দেহ উদ্ধার করতে গেলে তাঁদের কাছে ঘেঁষতে দেয়নি কুকুরটি। দীর্ঘ চেষ্টার পর কুকুরটির মুখে মুখবন্ধ পরিয়ে উদ্ধারকারীরা দুটি দেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। একইসঙ্গে ফিরিয়ে আনা হয় কুকুরটিকেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement