shono
Advertisement
Gujarat

মদে চুর হয়ে BMW-র চালকের আসনে! ধাক্কায় বনেটে আছড়ে পড়ে স্কুটার চালকের মৃত্যু

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই স্কুটার চালকের।
Published By: Biswadip DeyPosted: 11:22 PM Jul 17, 2025Updated: 11:28 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএমডবলিউ-র ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের গান্ধীনগরে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক স্কুটার আরোহীকে এত জোরে ধাক্কা মারে গাড়িটি, যে তিনি উড়ে গিয়ে গাড়ির বনেটে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দাবি, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রয়াত ব্যক্তি গান্ধীনগরের বাসিন্দা বলেও জানানো হয়েছে।

Advertisement

তদন্তের ক্ষেত্রে পুলিশের প্রধান ভরসা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। তদন্তকারীদের দাবি, প্রাপ্ত ফুটেজে দেখা গিয়েছে গাড়িটি এত জোরে ধাক্কা মেরেছিল যে তার প্রাবল্যে সেটি অন্যদিকে ঘুরে যায়। গাড়ির চালককে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গুরুতর আহত বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।

যে ফুটেজ পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে রাস্তার পাশেই সাদা জামা পরিহিত এক ভদ্রলোক ছিলেন। কিন্তু দুর্ঘটনার ভয়াবহ তীব্রতায় তিনি দ্রুত দৌড়ে থমকে থাকা গাড়িটির দিকে এগিয়ে যান। স্কুটারটি রাস্তার উপর দিয়ে আড়াআড়ি পার হচ্ছিল। তার গতিও ছিল শ্লথ। আচমকাই বিদ্যুদ্বেগে স্কুটারটিকে ধাক্কা মারে বিএমডবলিউ গাড়িটি। পুলিশ চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিএমডবলিউ-র ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের গান্ধীনগরে।
  • প্রত্যক্ষদর্শীদের দাবি, এক স্কুটার আরোহীকে এত জোরে ধাক্কা মারে গাড়িটি, যে তিনি উড়ে গিয়ে গাড়ির বনেটে আছড়ে পড়েন।
  • ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দাবি, গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
Advertisement