shono
Advertisement
Uttarakhand

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আপাতত বন্ধ চারধাম যাত্রা

পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শাহের।
Published By: Gopi Krishna SamantaPosted: 06:19 PM Jul 04, 2025Updated: 12:12 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ধসের জেরে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিকে শুক্রবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের বেশকিছু জায়গায় ধস নেমেছে। এর জেরে অন্তত ২৪টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কানওয়ার যাত্রার জন্য ঋষিকেশের রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। বদ্রীনাথ জাতীয় সড়ক পরিষ্কার করার কাজ চলছে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে।

এদিকে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে এখনই বৃষ্টি থামার সে রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। আর এর ফলেই পরিস্থিতি এখনই ঠিক হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটানা বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। এর ফলে রাজ্যের বেশ কয়কটি জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
  • ধসের জেরে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক।
  • এই পরিস্থিতিতে আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Advertisement