সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন। ছত্তিশগড়ে ইডির হাতে গ্রেপ্তার হলেন সেই প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যের প্রাক্তন আবগারি মন্ত্রী কাওয়াসি লখমা। ২,১৬১ টাকার মদ কেলেঙ্কারির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। কংগ্রেস নেতার গ্রেপ্তারিতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেসের দাবি, ক্ষমতায় এসেই বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি।
ইডি সূত্রে জানা গিয়েছে, দুহাজার কোটি টাকার মদ কেলঙ্কারিতে মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী কাওয়াসি লখমা। রাজ্যে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী হিসাবে বেআইনি সুযোগ নেন তিনি। যাবতীয় কর্মকাণ্ড চলে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে। মন্ত্রীর বিরুদ্ধে মোটা অঙ্কের 'কাটমানি' খাওয়ার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় সংস্থার মতে, ছত্তিশগড় স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড দ্বারা সংগ্রহ করা মদের প্রতিটি "কেস"-র জন্য ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে ঘুষ সংগ্রহ করা হয়েছিল। আরও অভিযোগ, বেআইনি মদ বিক্রি হত খোদ রাজ্য সরকারি বিক্রয়কেন্দ্রগুলিতেই।
দিন দুই আগেই ইডি অভিযান চালায় রায়পুর, ধামদারি এবং সুকমা জেলার সাতটি জায়গায়। তার আগে গত ২৮ ডিসেম্বর ছয়বারের কংগ্রেস বিধায়ক ও মন্ত্রী লখমার বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। লখমার ছেলে হরিশ এবং অন্য আত্মীয়দের বাড়িতেও অভযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা। যদিও কংগ্রেসের দাবি, রাজনৈতিক উদ্দেশে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি।