নিরুফা খাতুন ও সঞ্জিত ঘোষ: ডিজিটাল অ্যারেস্টের অভিযোগে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার তিন অভিযুক্ত। উদ্ধার ৭৪ লক্ষ টাকা। সঙ্গে এক অভিযুক্তের কাছ থেকে ৮ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রতাপ রায়, উৎপল শিকদার, কুমারেশ হালদার। তাঁরা প্রত্যেকেই কৃষ্ণনগরের বাসিন্দা। পুলিশ ডিজিটাল অ্যারেস্টের ঘটনার সূত্র ধরে প্রতাপ রায়কে পাকড়াও করে। তাঁর কাছ থেকে ক্রিপটোকারেন্সিতে ৮ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। প্রতাপকে জিজ্ঞাসাবাদ করে উৎপলের নাম উঠে আসে। এরপর উৎপলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৪ লক্ষ টাকা, ২টি ল্যাপটপ এবং ২টি মোবাইল উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার রাতে কুমারেশকেও গ্রেপ্তার করে পুলিশ। কুমারেশ থাকে চিনার পার্কে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শুক্রবার রাতে একটি বিয়ে বাড়িতে যাবেন কুমারেশ। সেই সময়েই তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার এবং এই প্রতারণার মাস্টারমাইন্ড কুমারেশই।
ঘটনার সূত্রপাত গত নভেম্বর মাসে। চারু মার্কেট থানা এলাকায় এক বৃদ্ধা ডিজিটাল গ্রেপ্তারের শিকার হয়েছিলেন। তাঁর থেকে ৬৬ লক্ষ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রতারকদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানান মহিলা। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। কিছুতেই পুলিশ অপরাধীদের নাগাল পাচ্ছিলেন না তদন্তকারীরা। তক্কে, তক্কে ছিলেন আধিকারিকরা। শুক্রবার রাতে খবর আসতেই কৃষ্ণনগরে অভিযান চালায় পুলিশ। সেখানেই গ্রেপ্তার হন অভিযুক্তরা। ঘটনায় আর কেউ যুক্ত কি না, দেখছে পুলিশ।