সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মায়ের বিয়ে' সিনেমার ঘটনা এবার বাস্তবে। ১৭ বছরের মেয়ে সাহস দেওয়াতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। মেয়ে গরিমা নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিলেন বললেও অত্যুক্তি হয় না। নিজে হাতে মায়ের বিয়ের পিঁড়ি ধরা থেকে মণ্ডপ অভিধি পৌঁছে দেওয়া সবটাই করলেন মল্লিকাকন্যা। ঠিক যেন বছরখানেক আগে মুক্তিপ্রাপ্ত বাংলা 'মায়ের বিয়ে' সিনেমার চিত্রনাট্য। যে ছবিতে শ্রীলেখা মিত্রের মেয়ের ভূমিকায় অভিনয় করেন সায়নী ঘোষ। রিল লাইফের সেই ঘটনাই এবার বাস্তবে করে দেখালেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের (Mallika Banerjee) মেয়ে গরিমা বন্দ্যোপাধ্যায়।
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছেন মল্লিকা। বর্তমানে 'গীতা এলএলবি' এবং 'দুই শালিক' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি রাজর্ষি দের 'সাদা রঙের পৃথিবী' সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সেই অভিনেত্রীই এবার নতুন করে সংসার পাতলেন মনের মানুষের সঙ্গে। নেপথ্যে মেয়ে গরিমার অবদান অবশ্য কম নয়! চিকিৎসক পাত্র রুদ্রজিৎ রায়ের সঙ্গে শুক্রবার গোধূলি লগ্নে সাত পাকে বাঁধা পড়েন মল্লিকা। পরনে লাল বেনারসিতে লাজে রাঙা কনের পিঁড়ি ধরতে দেখা যায় মেয়ে গরিমাকে। ছাদনাতলা থেকে মল্লিকা-রুদ্রজিতের বেশ কিছু আদুরে মুহূর্তও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানেই দেখা গেল অভিনেত্রীকে সিঁদুর পরিয়ে ছলছল চোখে গালে চুম্বন এঁকে দিতে বর রুদ্রজিৎকে। টেলিপাড়ার অনেকেই তাঁদের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। এদিন দিনভর মল্লিকার ছায়াসঙ্গীর মতো পাশে ছিলেন মেয়ে গরিম।
খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়। তবে মেয়ের নয় বছর বয়সে যখন জানতে পারেন স্বামী পরকীয়া জড়িয়েছেন, তাঁর মাথায় যেন বাজ ভেঙে পড়ে! লড়াই সেখান থেকেই শুরু। পরবর্তীতে ইন্ডাস্ট্রির এক সহকর্মীর সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে সেই অভিজ্ঞতাও সুখকর হয়নি। ভালোবাসা, সম্পর্কের উপর থেকে আস্থাই উঠে গিয়েছিল মল্লিকার। কোভিডকালে রুদ্রজিৎই তাঁর কাছে প্রেম প্রস্তাব নিয়ে আসেন। তবে প্রথমটায় তিনি দ্বিধাবোধ করেছিলেন। হাল ছাড়েননি রুদ্রজিৎও। শেষমেশ সেই প্রেমের শুভ পরিণয়। বাবার সঙ্গেও দারুণ ভাব গরিমার।