shono
Advertisement
ED

৯৮৮ কোটা টাকার ব্যাঙ্ক জালিয়াতি! দিল্লি-পাঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি ইডির

দিল্লির মোট ন’টি এবং পাঞ্জাবের জলন্ধরের একটি আবাসনে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
Published By: Subhodeep MullickPosted: 04:01 PM Jun 25, 2025Updated: 04:01 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৮৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সক্রিয় ইডি। বুধবার দিল্লি এবং পাঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

Advertisement

ইডি সূত্রে খবর, শিল্পী কেবলস টেকনোলজিস লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার প্রোমোটারদের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ উঠেছে। সম্প্রতি আর্থিক তছরূপ মামলায় তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। সেই মামলার সূত্রেই এদিন দিল্লির মোট ন’টি এবং পাঞ্জাবের জলন্ধরের একটি আবাসনে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, ওই বেসরকারি সংস্থার প্রোমোটাররা বিভিন্ন ভাবে আইডিবিআই ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করেছেন।

ইডির অনুমান, লেটার্স অফ ক্রেডিট (এলএসসি) পদ্ধতির মাধ্যমে সংস্থাটি বিপুল পরিমাণ ঋণ ব্যাঙ্ক থেকে নেয়। তারপরই সেই টাকা লুকিয়ে বিদেশের অ্যাকাউন্টে পাচার করেন। ইডি সূত্রে খবর, এই গোটা প্রতারণা চক্রটির সঙ্গে জড়িয়ে রয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মণীশ গোয়েলও। তবে বেশ কিছুদিন ধরেই তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছে। তাঁর খোঁজে তল্লাশিও শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এদিন ইডির এই অভিযানে বিশেষ কিছু উদ্ধার হয়নি বলেই খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৯৮৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সক্রিয় ইডি।
  • বুধবার দিল্লি এবং পাঞ্জাবের একাধিক জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
Advertisement