‘ভারত’ না ‘ইন্ডিয়া’? ২০১৬-তেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট

09:10 PM Sep 05, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, সেখানে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। যদিও ২০১৬ সালে এই বিষয়ে স্পষ্ট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কী বলা হয়েছিল ওই রায়ে?

Advertisement

২০১৬ সালে একটি জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে । ওই মামলায় দাবি করা হয়েছিল, ‘ইন্ডিয়া’ নয় সমস্ত ক্ষেত্রে ‘ভারত’ শব্দটিকেই ব্যবহার করতে হবে। যদিও শুনানিতে ওই দাবি খারিজ করে দেন শীর্ষ আদালতের বিচারপতিরা। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ ছিল, ‘ভারত’ এবং ‘ইন্ডিয়া’ দু’টিই সঠিক শব্দ। যিনি ‘ভারত’ বলছেন তিনি ঠিক বলছেন, যিনি ‘ইন্ডিয়া’ বলছেন তিনিও ভুল বলছেন না। উল্লেখ্য, সংবিধানের আর্টিকেল ১(১)-এ বলা হয়েছে, “ইন্ডিয়া, যা হল ভারত, যা একটি যুক্তরাষ্ট্র হবে।”

যদিও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) আমন্ত্রণপত্র নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। ৯ সেপ্টেম্বর আয়োজিত সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেখানেই লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই হাই প্রোফাইল পত্রের প্রতিলিপি। এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস-সহ (Congress) একাধিক বিরোধী দল।

[আরও পড়ুন: জি২০ সম্মেলনে বিশ্বকে স্বাগত জানাবে ২৮ ফুট উচ্চতার নটরাজ!]

কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) টুইট করেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত। লিখেছেন, “খবর তাহলে সত্যি। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে।” আরও লেখেন, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে।”

[আরও পড়ুন: বদলে যাচ্ছে দেশের নাম! রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে INDIA-র পরিবর্তে BHARAT, তুঙ্গে বিতর্ক]

দেশের নাম বদলের জল্পনায় সরব হয়েছেন INDIA জোটের অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি বলেন, “দেশের নামও কি বদলে যাবে এবার! গোটা বিশ্ব ভারতকে চেনে ‘ইন্ডিয়া’ নামে। কিন্তু রাষ্ট্রপ্রতির আমন্ত্রণপত্রে তা বদলে দেওয়া হয়েছে।” অপরপক্ষে ‘ভারত’-এর হয়ে ব্যাটন ধরেছে বিজেপি। এই বিষয়ে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তাঁর কথায়, “ভারতীয় প্রজাতন্ত্র- আমাদের সভ্যতা দৃঢ় পদক্ষেপে অমৃতকালের দিকে এগোচ্ছে দেখে আনন্দ হচ্ছে, গর্ববোধ করছি।”

Advertisement