shono
Advertisement
Bhupesh Baghel

আবগারি দুর্নীতি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের বাড়িতে ইডি হানা, আক্রান্ত তদন্তকারীরা

তাঁর ছেলে চৈতন্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:24 PM Mar 10, 2025Updated: 07:56 PM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে আবগারি দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সোমবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পাশাপাশি ভূপেশের ছেলে চৈতন্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। কিন্তু সমস্ত অভিযোগকে 'মিথ্যা মামলা' বলে উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এদিকে, অভিযান চলাকালীন তদন্তকারীদের উপর হামলা চালায় বেশ কয়েকজন। অভিযোগ, হামলাকারীরা কংগ্রেস সমর্থক।

Advertisement

আজ সোমবার ছত্তিশগড়ের দুর্গ জেলার মোট ১৪টি জায়াগায় অভিযান চালায় ইডি। এর মধ্যে ভিলাইয়ে ভূপেশ ও তাঁর ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এর আগেও এই মামলায় ছত্তিশগড়ের বেশ কয়েকজনকে গ্রেপ্তার সরকারি আধিকারিক ও ব্যবসায়ীকে করেছে ইডি। তারা জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে আবগারি ক্ষেত্রে ২১০০ কোটি টাকারও বেশি অর্থ নয়ছয় হয়েছে। এবং সেই টাকা আবগারি চক্রের সুবিধাভোগীদের নিজেদের পকেটে ভরেছেন। এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা, সরকারি কর্মীদের পাশাপাশি ভূপেশ ও তাঁর ছেলেও যুক্ত রয়েছেন বলে সন্দেহ ইডি আধিকারিকদের। প্রসঙ্গত, ভূপেশ বাঘেল ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু ২০২৩-এ বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পরাজয় হয়। গদি হারান তিনি।

এর আগে ২০২২ সালের মে মাসে পিএমএলএ আইনে একটি মামলার তদন্ত করেছিল আয়কর দপ্তর। ওই মামলার তদন্তে নেমেই আবগারি দুর্নীতির হদিশ পায় ইডি। এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিল, ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে ছত্তিশগড়ের আবগারি সংক্রান্ত বিষয়ে ব্যাপক অঙ্কের দুর্নীতি হয়েছে। প্রতিটি মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে। মদের ব্যবসা থেকে অবৈধভাবে সেই টাকা তোলা হয়েছে। কিন্তু ইডির সমস্ত দাবি, অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ভূপেশ।

আজ ইডির অভিযানের পর ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "৭ বছর ধরে চলা একটা মিথ্যা মামলা আদালত খারিজ করে দিয়েছে। ভিলাইয়ের বাড়িতে ইডির কয়েকজন অতিথি এসেছিলেন। যদি কেউ ভেবে থাকে এভাবে ষড়যন্ত্র করে পাঞ্জাবে কংগ্রেসকে আটকানো যাবে তাহলে সেটা খুব ভুল হবে। প্রসঙ্গত, সদ্যই পাঞ্জাবে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন ভূপেশ। এর আগে মহাদেব অনলাইন বেটিং অ্যাপেও নাম জড়িয়ে ছিল তাঁর। সেই বার ইডির অভিযোগ ছিল, বর্ষীয়ান কংগ্রেস নেতা সবশুদ্ধ ৫০৮ কোটি টাকা পেয়েছেন ওই অ্যাপ সংস্থা থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছত্তিশগড়ে আবগারি দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
  • আজ সোমবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
  • পাশাপাশি ভূপেশের ছেলে চৈতন্যের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি।
Advertisement