shono
Advertisement
Yogi Adityanath

আস্থা কমছে যোগীতে? মকর সংক্রান্তির পরই 'লেজুড়' জুড়তে পারেন মোদি-শাহরা

নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড় বদল!
Published By: Subhajit MandalPosted: 05:06 PM Jan 11, 2026Updated: 08:11 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড় বদল! মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) 'লেজুড়' হিসাবে জুড়ে দেওয়া হতে পারে আরও একজন উপমুখ্যমন্ত্রীকে। অন্তত গেরুয়া শিবিরে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে জনা দু'য়েক উপমুখ্যমন্ত্রী রয়েছেন। সঙ্গে জুড়ে যেতে পারেন আরও একজন।

Advertisement

আসলে, সদ্য উত্তরপ্রদেশে SIR-এ প্রায় ৩ কোটি মানুষের নাম বাদ গিয়েছে। তাতে গেরুয়া শিবিরে অস্বস্তির একটা জায়গা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, বিজেপির শক্তিশালী এলাকাগুলিতে বেশি নাম বাদ যাওয়ায় খানিকটা চিন্তায় গেরুয়া শিবির। দলের অন্দরে খবর, বিহার জয়ের পর উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরা SIR নিয়ে খানিকটা গা-ছাড়া মনোভাব দেখিয়েছেন। SIR প্রক্রিয়া চলাকালীন সমাজবাদী পার্টি কর্মীরা যেভাবে মাঠে নেমে কাজ করেছেন, সেই ক্ষিপ্রতা দেখা যায়নি বিজেপি কর্মীদের মধ্যে। তাছাড়া, চিন্তার কারণ আরও আছে। মাত্র একবছর আগে লোকসভা নির্বাচনে যোগীরাজ্যে বিজেপিকে একপ্রকার মুখ থুবড়ে পড়তে হয়েছিল। গেরুয়া শিবিরকে অনেকটা পিছনে ফেলে উত্তরপ্রদেশে বেশি আসন পেয়ে যায় সমাজবাদী পার্টি-কংগ্রেস জোট। সেই পরাজয়ের ময়নাতদন্ত করতে গিয়ে এমন কিছু উদ্বেগের জায়গা উঠে আসছে তাতে বিজেপি নেতৃত্বের মনে হয়েছে, উত্তরপ্রদেশ প্রশাসন ও পার্টির শীর্ষস্তরে কিছু বদল দরকার।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তলব করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। শোনা যাচ্ছে, সেই বৈঠকেই উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় রদবদলের একটা সিদ্ধান্ত হয়েছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় ৬ আসন ফাঁকা রয়েছে। সেই ৬টি ফাঁকা জায়গা মকর সংক্রান্তির পরই পূরণ করা হবে। একই সঙ্গে রাজ্যে আরও একজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। যদিও তাতে সিলমোহর পড়েছে কিনা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, ভোটের মুখে যোগীর আরও একজন ডেপুটি নিয়োগ করা হতে পারে।

দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যোগীরা। ফাইল ছবি,

আসলে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের অন্যতম কারণ ছিল জাতিগত সমীকরণ সঠিকভাবে মেলাতে না পারা। অখিলেশ যাদব 'পিডিএ' এবং রাহুল গান্ধীর সংবিধান বাঁচানোর ডাক দলিতদের একত্রিত করে দিয়েছিল। ফলে দলিত ভোট একচেটিয়াভাবে যায় জোটের দখলে। সেই দলিত সমর্থন এখনও অটুট বলেই দাবি বিরোধী জোটের। এবার সেটাকেই ভাঙানোর চেষ্টা করবে বিজেপি। এই মুহূর্তে উত্তরপ্রদেশে দু'জন উপমুখ্যমন্ত্রী রয়েছেন। ব্রজেশ পাঠক ব্রাহ্মণ এবং কেশবপ্রসাদ মৌর্য ওবিসি। শোনা যাচ্ছে, দলিতদের মন পেতে একজন দলিতকেও উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। আর সেটা দিল্লির পছন্দের। শোনা যাচ্ছে একজন প্রাক্তন রাজ্যপাল ও একজন প্রাক্তন আইপিএসের নাম ভাবা হচ্ছে। তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ। বস্তুত যোগীর কাজকর্ম নজরে নজরে রাখতে পারবেন সেই উপমুখ্যমন্ত্রী।

বিজেপি অবশ্য উপমুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে উচ্চবাচ্চ করছে না। প্রকাশ্যে তাঁরা শুধু মন্ত্রিসভার রদবদলের কথা হচ্ছে। কিন্তু তলেতলে যোগীর ডেপুটি নিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে বলে খবর। তাছাড়া অমিত শাহ এবং যোগীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে বিজেপিতে। ফলে কাউকে যোগীর লেজুড় হিসাবে জোড়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড় বদল!
  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 'ল্যাজুড়' হিসাবে জুড়ে দেওয়া হতে পারে আরও একজন উপমুখ্যমন্ত্রীকে।
  • ইতিমধ্যেই উত্তরপ্রদেশে জনা দু'য়েক উপমুখ্যমন্ত্রী রয়েছেন।
Advertisement