shono
Advertisement
Farmers tractor rally

এমএসপি-সহ একগুচ্ছ দাবি, সাধারণতন্ত্র দিবসে রাজপথে ট্রাক্টর মিছিল কৃষকদের

সাধারণতন্ত্র দিবসে রাজপথে শক্তি প্রদর্শন কৃষকদের।
Published By: Amit Kumar DasPosted: 08:21 PM Jan 26, 2025Updated: 08:21 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি সরকার। যার জেরেই ৭৬তম সাধারণতন্ত্র দিবসের উৎসবের মাঝেই মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন অন্নদাতারা। ন্যুনতম সহায়ক মূল্য বা এমএসপি-সহ একগুচ্ছ দাবিতে হরিয়ানার কারনালে ট্রাক্টর মিছিল করলেন শয়ে শয়ে কৃষক। সংযুক্ত কিষান মোর্চার ডাকে কারনালের পাশাপাশি দাদরি, সোনিপথ, অম্বালা-সহ একাধিক জায়গায় ট্রাক্টর মিছিল করা হয় কৃষকদের তরফে।

Advertisement

জানা গিয়েছে, দাদরিতে বিজেপির কার্যালয় থেকে এই মিছিল বের করা হয়। মিছিল পৌঁছয় বিধায়ক সুনীল সরওয়ানের বাড়ি পর্যন্ত। কৃষকনেতাদের পাশাপাশি রাজ্য কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে যোগ দিতে দেখা যায় এই মিছিলে। এমএসপির জন্য আইন আনার দাবির পাশাপাশি, স্মার্ট মিটার বন্ধ, কৃষকদের জন্য পেনশন ও কৃষিঋণ মুকুবের দাবি তোলেন কৃষকরা। উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি এই মিছিলের ডাক দিয়েছিল কৃষক সংগঠন। মিছিল প্রসঙ্গে পাঞ্জাবের অমৃতসরের কৃষকনেতা সরওয়ান সিং পন্ধের বলেন, ''আজকের দিনে ভারতের সংবিধান গৃহিত হয়েছিল। তবে বর্তমান সরকার দেশের কৃষক-শ্রমিকদের সম্মান করে না।"

উল্লেখ্য, একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছেন দেশের কৃষকরা। গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থানে বসেছেন কৃষকেরা। নভেম্বরের শেষ থেকেই কৃষকেরা শম্ভু সীমানা থেকে দফায় দফায় দিল্লির উদ্দেশে মিছিল করে এগোনোর চেষ্টা করেছিলেন। যদিও পুলিশি বাধায় ব্যর্থ হয় সে চেষ্টা। এরপর দাবি আদায়ে গত ২৬ নভেম্বর থেকে আমরণ অনশনে বসেছেন কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল। তাঁর শারীরিক অবস্থা গুরুতর আকার নেওয়ায় সরকারের আশ্বাসে ৫৫ দিন পর গত ১৯ জানুয়ারি অনশন ভাঙেন তিনি। তবে অনশন উঠলেও আন্দোলন জারি রেখেছেন কৃষকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৭৬তম সাধারণতন্ত্র দিবসের উৎসবের মাঝেই মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন অন্নদাতারা।
  • ন্যুনতম সহায়ক মূল্য বা এমএসপি-সহ একগুচ্ছ দাবিতে হরিয়ানার কারনালে ট্রাক্টর মিছিল কৃষকদের।
  • সংযুক্ত কিষান মোর্চার ডাকে কারনালের পাশাপাশি দাদরি, সোনিপথ, অম্বালা-সহ একাধিক জায়গায় ট্রাক্টর মিছিল করা হয়।
Advertisement