shono
Advertisement
Farooq Abdullah

'দিল্লিতেই রয়েছেন মোদি', 'গায়েব' তত্ত্ব খারিজ করে কংগ্রেসকে তুলোধোনা ফারুক আবদুল্লার

'ওনার যা করা উচিত উনি করবেন', মোদির পক্ষ নিয়ে জোটসঙ্গীকে তোপ ফারুকের।
Published By: Amit Kumar DasPosted: 02:25 PM Apr 30, 2025Updated: 02:25 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দিল্লিতেই রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি', কংগ্রেসের 'গায়েব' তত্ত্ব খারিজ করে এবার জোটসঙ্গী হাত শিবিরকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। শুধু তাই নয়, কঠিন এই সময়ে দেশের স্বার্থে সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানালেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান।

Advertisement

পহেলগাঁও জঙ্গি হামলার পর সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিকে আক্রমণ শানাতে সোশাল মিডিয়ায় মুণ্ডহীন একটি ছবি শেয়ার করে কংগ্রেস। সেখানে কারও মুখ নেই, এমনকী অবয়বও নেই। আছে শুধু জামা, জুতো, অনেকটা হলোম্যানের মতো। কিন্তু তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির স্টাইল স্টেটমেন্টের সাদৃশ্য অতি স্পষ্ট। ছবির মাথাতে লেখা ‘গায়েব’ অর্থাৎ নিখোঁজ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘দায়িত্বের সময় অদৃশ্য’। কংগ্রেসের এই পোস্টারকে হাতিয়ার করে পাকিস্তান। প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ আহমেদ হুসেন চৌধুরী এই পোস্ট শেয়ার করে লেখেন, ‘গাধার মাথা থেকে শিং হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম। এখানে মোদি নিজেই নিখোঁজ হয়ে গিয়েছেন। দুষ্টু কংগ্রেস।’ কংগ্রেসের এহেন পোস্ট ও পাকিস্তানকে সুযোগ করে দেওয়ার ঘটনায় তেলেবেগুনে জ্বলে ওঠে বিজেপি। কড়া সুরে বিজেপি বলে, ''কংগ্রেস পাকিস্তানের সমর্থক। এদের 'লস্কর ই পাকিস্তান' বললেও ভুল বলা হবে না।"

ওই ছবিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি যখন উত্তাল, ঠিক সেই সময় এই ইস্যুতে শরিক দলের বিরুদ্ধে মুখ খুললেন ফারুক আবদুল্লা। সুর চড়িয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী কোথায় নিখোঁজ? আমি জানি তিনি দিল্লিতে রয়েছেন। এবং এই সময়ে তাঁর যা করা উচিত তিনি তা করবেন। আমরা প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন দিয়েছি। এরপর এই ধরনের প্রশ্ন করা আমাদের উচিত নয়।" একইসঙ্গে পাকিস্তানকে একহাত নিয়ে তিনি বলেন, "ভারত কখনও কাউকে প্রথমে আক্রমণ করেনি। সবকিছু ওপার থেকে শুরু হয়েছে, আমরা তার জবাব দিয়েছি মাত্র।"

এর পাশাপাশি দুই দেশ যে পরমাণু শক্তিধর সে কথা স্মরণ করিয়ে ফারুক বলেন, "আজ আমরা ওদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করব না। তবে যদি ওরা পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে ওদের জবাব দেওয়ার জন্য আমাদেরও তা প্রস্তুত রয়েছে। তবে ঈশ্বর যেন এমন পরিস্থিতি তৈরি না করেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দিল্লিতেই রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি', কংগ্রেসের 'গায়েব' তত্ত্ব খারিজ করে একহাত নিলেন ফারুক আবদুল্লা।
  • কঠিন এই সময়ে দেশের স্বার্থে সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানালেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান।
  • একইসঙ্গে পাকিস্তানকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Advertisement