সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন তিনি শুধু আক্রমণ করছিলেন কলেজিয়াম ব্যবস্থাকে। এবার কলেজিয়াম সিস্টেমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিচারপতিদেরও আক্রমণ শুরু করে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। তাঁর অভিযোগ, অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা অংশ সরাসরি ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত। রিজিজুর এই দাবিতে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।
রিজিজু ইতিমধ্যেই বেশ কয়েকবার কলেজিয়াম ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই দাবি করেছেন। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সমাজকর্মীদের নিয়ে তাঁর করা মন্তব্য রীতিমতো বিতর্কিত। কেন্দ্রীয় আইনমন্ত্রী বলছেন, “কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ৩-৪ জন। আর কিছু সমাজকর্মী ভারত-বিরোধী গ্যাংয়ের (Anti India Gang) মতো আচরণ করছেন। ওরা চাইছেন আদালত বিরোধী দলের ভূমিকা পালন করুক।”
[আরও পড়ুন: সাতসকালে কলকাতায় অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে NT-1 স্টুডিওর একাংশ]
রিজিজুর সাফ কথা, কেউ কেউ এটা প্রমাণ করতে তৎপর ছিলেন যে সরকার এবং প্রশাসন বিচারবিভাগকে (Judiciary) ক্ষতিগ্রস্ত করছে। যাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাঁদের চরম মূল্য দিতে হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রীর দাবি, সংবিধান অনুযায়ী দেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনাক্রমে বিচারপতিদের নিয়োগ করবেন। কিন্তু কলেজিয়াম ব্যবস্থায় তা হয় না। বস্তুত আরও একবার কলেজিয়াম ব্যবস্থা বাতিলের পক্ষে জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।
[আরও পড়ুন: ডিএ বিতর্কের মধ্যেই সরকারি দপ্তরে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর]
আইনমন্ত্রী যতই কলেজিয়াম সরানোর পক্ষে সওয়াল করুন না কেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এখনও আস্থা রাখছেন সেই কলেজিয়ামেই। তিনি বলছেন, কোনও ব্যবস্থাই নিখুঁত হয় না। কলেজিয়াম ব্যবস্থাও নিখুঁত নয়। কিন্তু বিচারপতি নিয়োগের জন্য এটাই সেরা বিকল্প। যদিও প্রধান বিচারপতি স্পষ্ট বলে দিয়েছেন, আইনমন্ত্রীর সঙ্গে কোনওরকম বিবাদে তিনি যেতে চান না।