সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের সম্ভাব্য নৃশংসতম জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর। শনিবার পুলওয়ামায় পুলিশ লাইনে হামলা চালায় জঙ্গিরা। এখনও সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে ভয়ানক গুলির লড়াই। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, লড়াইয়ে এখনও পর্যন্ত শহিদ হয়েছেন আট জন নিরাপত্তারক্ষী। জখম হয়েছেন আরও সাত জন। নিকেশ হয়েছে দুই ফিদায়েঁ জঙ্গি।
এদিন ভোর সাড়ে চারটে নাগাদ পুলিশ লাইনে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, এক-৪৭, গ্রেনেড-সহ ভয়ানক সব অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। পালটা জবাব দেন ক্যাম্পের জওয়ানরাও। শুরু হয় সেনা-জঙ্গি তুমুল গুলির লড়াই। গুলির লড়াইয়ে ৪ সিআরপিএফ জওয়ান ও ৪ জন পুলিশকর্মী শহিদ হয়েছেন। কাশ্মীর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মুনির খান জানিয়েছেন, মৃত জঙ্গিদের এখনও সনাক্ত করা যায়নি। তবে জঙ্গিরা পাকিস্তানি। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনার আরও কয়েকটি দল। জানা গিয়েছে ঘটনাস্থলের কাছে স্থানীয় বাসিন্দাদের ভিড় হয়েছে। নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে শুরু হয়েছে পাথর ছোড়া। অন্য একটি ঘটনায় সুন্দেরবানি সেক্টরে ভারতীয় জওয়ানদের গুলিতে নিহত হয় তিন পাক রেঞ্জার্স। এ মাসের শুরু দিকে ভারতীয় সেনা উত্তর কাশ্মীরের মাচাল সেক্টরে জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করে দেয়।জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের খতিয়ান দিয়েছে সরকার। এবছরে এখনও পর্যন্ত ১৩২ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। কাশ্মীর উপত্যকায় কমবেশি ৬৮ জন জঙ্গি ঘোরাফেরা করছে বলে জানিয়েছে সরকারি সূত্র। শীতের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশাবাদী নিরাপত্তা বাহিনী।
[হনুমান মন্দিরের মাথায় উড়ছে ‘পাক পতাকা’, ছড়াল তীব্র উত্তেজনা]
The post পাক জঙ্গিদের নৃশংসতম হানা কাশ্মীরে, শহিদ ৮ সেনা-পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.
