shono
Advertisement

২৮% জিএসটির আওতায় অনলাইন গেম, ঘোষণা নির্মলার

৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে।
Posted: 01:51 PM Aug 03, 2023Updated: 01:51 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ শতাংশ জিএসটির (GST) আওতায় আনা হল অনলাইন গেমিংকে (Online Gaming)। আগামী অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে নতুন কর। বাংলা-সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে। মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে। অন্যদিকে গোয়া, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তামিলনাড়ুও তাই।

Advertisement

এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানান, অনেক রাজ্য যেহেতু এই সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন সেকারণে এটি কার্যকর করার পর ৬ মাস দেখা হবে। ৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। ১ অক্টোবর থেকে ক্যাসিনো, অনলাইন গেমিং, হর্স রেসিংয়ে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।

[আরও পড়ুন: লক্ষ্য আত্মনির্ভর হওয়া, ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে রাশ টানছে মোদি সরকার!]

উল্লেখ্য, ক্যাসিনো, হর্স রেসিং-সহ অন্যান্য অনলাইন গেমের ওপর এতদিন ধার্য ছিল ১৮ শতাংশ জিএসটি। এবার তা বাড়ানো হল। গত মে মাসেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার (Conrad Sangma) নেতৃত্বাধীন মন্ত্রীদের উপদেষ্টা কমিটি (GOM) একটি বৈঠকে মিলিত হয়। সেখানেই বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা একমত হন যে অনলাইন গেমের ওপরে ২৮ শতাংশ কর আরোপ করা উচিত। অবশেষে এই ঘোষণা করল কেন্দ্র।

[আরও পড়ুন: অনাস্থা বিতর্কে ‘পঞ্চায়েত সন্ত্রাস’কে হাতিয়ার করবে বিজেপি! বক্তা তালিকায় দিলীপ-লকেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement