shono
Advertisement
Akashteer System

'আকাশতিরে' বিদ্ধ পাকিস্তান, ভারতের 'আয়রন ডোম' রুখে দেয় পাক ফৌজের চিনা হাতিয়ার

৭ মে বুধবার রাতে ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল পাক সেনা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:05 PM May 16, 2025Updated: 06:25 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের অপারেশন সিঁদুরে ছারখার হয়ে গিয়েছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি। জেহাদিদের মৃত্যুতে প্রাণ কেঁদেছে ইসলামাবাদের। তাই পালটা দিতে ভারতের হামলার ব্যর্থ চেষ্টা চালিয়েছিল পাক সেনা। কিন্তু আগাম হামলার আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। আর এই সাফল্যের নেপথ্যে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি 'আকাশতীর' সিস্টেম। যাকে ভারতের 'আয়রন ডোম' বলা যায়। এই আকাশতিরে কীভাবে কুপোকাত হল পাকিস্তান?

Advertisement

প্রিসিশন স্ট্রাইকে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের ১৩টি টার্গেট। যার মধ্যে রয়েছে ৮টি বিমানঘাঁটিও। ৭ মে বুধবার রাতে ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল পাক সেনা। মূলত ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল। যার মধ্যে ছিল চিনের পিএল ১৫ ক্ষেপণাস্ত্রও। কিন্তু ভারতের লৌহবর্ম আকাশতির সমস্ত কিছুই প্রতিহত করে। অত্যাধুনিক এই প্রযুক্তির সবচেয়ে ক্ষমতা হল বিশ্লেষণ শক্তি। আবহাওয়া, ভৌগোলিক বৈশিষ্ট্য ও ব়্যাডার সিগন্যাল একত্র করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় এই ডিফেন্স সিস্টেম। প্রতিরক্ষার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ পরিচালনা করতে পারে। একসঙ্গে শত্রু বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।

এই প্রযুক্তি যেকোনও উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এটি C4ISR (কমান্ড, নিয়ন্ত্রণ, যোগাযোগ, কম্পিউটার, গোয়েন্দা, নজরদারি এবং পুনর্বিবেচনা) কাঠামোর অংশ, যা অন্যান্য সিস্টেমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে। বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন আকাশতির যুদ্ধ কৌশলে এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে। ভারতের হাতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ১২ মে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ভারতকে ব্ল্যাকমেল করা যাবে না। এই অভিনব প্রযুক্তিই ভারতীয় সেনার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। 

যে কোনও প্রতিকূল পরিবেশে এই মিসাইল সিস্টেম পরিচালনা করা যায়। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত চিনা প্রযুক্তির উপরেই নির্ভরশীল। কিন্তু ভারতের আকাশতির পুরোপুরি উলটো। এটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি যা আত্মনির্ভর ভারতের অন্যতম মাইলস্টোন। এরকম প্রযুক্তি পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে সম্পূর্ণ অজানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের অপারেশন সিঁদুরে ছারখার হয়ে গিয়েছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি। জেহাদিদের মৃত্যুতে প্রাণ কেঁদেছে ইসলামাবাদের।
  • তাই পালটা দিতে ভারতের হামলার ব্যর্থ চেষ্টা চালিয়েছিল পাক সেনা। কিন্তু আগাম হামলার আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা।
  • ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।
Advertisement