সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮-র দিল্লির বুরারিতে একই পরিবারের এগারোজনের মৃত্যুর স্মৃতি ফিরল ২০২৫-এ। ঝাড়খণ্ডে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আত্মঘাতী হলেন ক্যানসার আক্রান্ত যুবক! শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা-খারসোয়ান জেলায়। শনিবার পুলিশের তরফে এই খবর জানানো হয়।
জানা গিয়েছে, ৪০ বছর বয়সি কৃষ্ণ কুমার, তাঁর স্ত্রী ডলি দেবী এবং নাবালিকা দুই শিশুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাতেই তাঁদের মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের অনুমান, কৃষ্ণ কুমার ক্যানসার আক্রান্ত হওয়ার কারণেই বাড়ির সকলে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, কৃষ্ণ কুমার গামহারিয়ার একটি ইস্পাত কারখানায় সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি ক্যানসার ধরা পড়ে তাঁর শরীরে। প্রতিবেশীরা জানিয়েছেন, কৃষ্ণ কুমারের মারণ রোগ ধরা পরার পর থেকেই হতাশায় ভুগছিল পরিবারটি। আশেপাশের সকলের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছিল। মনে করা হচ্ছে হতাশা থেকেই পরিবারের সকলকে নিয়ে আত্মহত্যা করেছেন কৃষ্ণ। যদিও এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃতদেহ গুলি উদ্ধারের পর ওই ঘরটি ঘিরে রেখেছে পুলিশ। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
